নিয়ন্ত্রনরেখায় শান্তি বজায় থাকুক; বার্তা ট্রাম্প প্রশাসনের

Spread the love

সংবিধানের ৩৭০ ধারা বাতিল বা রাজ্যকে কেন্দ্রশাসিত এলাকা ঘোষণা করাটা একেবারেই ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় ৷ তবে ধরপাকড়ের রিপোর্টে শঙ্কিত ডোনাল্ড প্রশাসন ৷ জম্মু-কাশ্মীরে কী হচ্ছে না হচ্ছে, সেদিকে নজর থাকছে অ্যামেরিকা প্রশাসনের। এমনটাই জানালেন অ্যামেরিকার বিদেশমন্ত্রকের মুখপাত্র মর্গান ওর্তাগাজ ৷ তিনি বলেন,৩৭০ অনুচ্ছেদ বাতিলের পরিকল্পনা হয়েছে। জম্মু-কাশ্মীর ও লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদার প্রস্তাব সম্পর্কেও তাঁরা অবগত ৷ প্রত্যেকের অধিকার সুরক্ষিত থাকুক, নিয়ন্ত্রণরেখা বরাবর শান্তি বজায় থাকুক, প্রতিটি রাজনৈতিক দলের কাছে এমনটাই আবেদন ট্রাম্প প্রশাসনের ৷

ওর্তাগাজ বলেন, ভারতের তরফে এই বিষয়টিকে সম্পূর্ণ অভ্যন্তরীণ হিসেবেই উল্লেখ করা হয়েছে, সেটাও তাঁরা মাথায় রেখেছেন ৷ তবে ধরপাকড়ের রিপোর্ট নিয়ে খানিকটা চিন্তায় রয়েছেন তাঁরা ৷ কারণ প্রতিটি মানুষের অধিকারকে মর্যাদা দেন তাঁরা ৷ কারও ক্ষতির আশঙ্কা যেন না থাকে, এই নিয়ে উদ্বেগও রয়েছে ট্রাম্প প্রশাসনের ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*