মোতেরা নতুন রূপে আত্মপ্রকাশ করলো মার্কিন প্রেসিডেন্টের হাত ধরে

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে নতুনভাবে আত্মপ্রকাশ করল মোতেরা স্টেডিয়াম ৷ সচিন তেন্ডুলকরের রেকর্ড বিজড়িত সর্দার বল্লবভাই প্যাটেল স্টেডিয়াম পরিণত হল বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে ৷

লক্ষাধিক দর্শকাসন বিশিষ্ট নিউ মোতেরার উদ্বোধন অনুষ্ঠানে সস্ত্রীক ট্রাম্পের সঙ্গে স্বাভাবিকভাবেই উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই স্টেডিয়ামে এক সঙ্গে ১ লক্ষ ১০ হাজার ক্রিকেটপ্রেমী বসে খেলা দেখতে পারবেন ৷ সোমবার উদ্বোধনের মুহূর্তে স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ ৷ ৬৩ একর জমির উপর নতুন করে গড়ে ওঠা মোতেরা স্টেডিয়ামের বিশেষত্ব হল অ্যান্টি ব্যাক্টেরিয়াল এলইডি ফ্লাড লাইট ৷

মোতেরা স্টেডিয়ামে অসংখ্য ক্রিকেটীয় মণিমুক্ত ছড়িয়ে থাকলেও সচিনের নাম বিশেষভাবে জড়িয়ে রয়েছে এই মাঠের সঙ্গে ৷ ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে সচিন ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ান ডে ফর্ম্যাটে ১৮ হাজার রান পূর্ণ করেন ৷ এই মাঠেই সচিন কেরিয়ারের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি করেন ৷ সচিনের আন্তর্জাতিক কেরিয়ারের দু’দশক পূর্তিও স্মরণীয় হয়ে রয়েছে এই স্টেডিয়ামেই ৷ মাস্টার ব্লাস্টার আন্তর্জাতিক ক্রিকেটে ৩০ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন মোতেরাতেই।

এছাড়া সুনীল গাভাসকর এই মাঠেই ১০ হাজার টেস্ট রান পূর্ণ করেন ৷ এই মাঠের প্রথম টেস্ট ম্যাচেই কপিল দেব ইনিংসে ৯ উইকেট দখল করেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*