হোয়াইট হাউসে বিক্ষোভ, মাটির নীচে বাংকারে আত্মগোপন ট্রাম্পের

Spread the love

কৃ্ষ্ণাঙ্গ হত্যার জেরে উত্তপ্ত আমেরিকা। শুক্রবার রাতে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের বাইরে জড়ো হন বিক্ষোভকারীরা। জনরোষের হাত থেকে বাঁচতে সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাটিরে নীচে বাংকারে আত্মগোপণ করেছিলেন বলে খবর।

নিউ ইয়র্ক টাইমস-এ প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে যে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভের সময় ট্রাম্পকে আন্ডারগ্রাউন্ড বাংকারে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এক ঘণ্টার কম সময় ট্রাম্প বাংকারে আত্মগোপন করে ছিলেন বলে জানা গিয়েছে। সেই সময় মার্কিন প্রেসিডেন্টকে ঘিরে ছিলেন সিক্রেট সার্ভিস এবং ইউনাইটেড স্টেটস পার্ক পুলিশ অফিসাররা। তবে ট্রাম্পের সঙ্গে মেলানিয়া ট্রাম্প ও ব্যারন ট্রাম্পকেও বাংকারে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কিনা, তা এখনও স্পষ্ট নয়।

শুক্রবার রাতে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভের তীব্রতা দেখে অবাক হয়ে গিয়েছিল মার্কিন প্রেসিডেন্টের নিজস্ব সুরক্ষা বাহিনী। রবিবার ওয়াশিংটন ডিসি-সহ আমেরিকার ৪০টি শহরে কারফিউ জারি হয়। ১৫টি স্টেটে কাজে নামানো হয় ন্যাশনাল গার্ড মেম্বারদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*