২০২০-তে এইচওয়ানবি ভিসা নয় ৷ এইচওয়ানবি ভিসা স্থগিত করল আমেরিকা ৷ চলতি বছরের শেষ পর্যন্ত ভিসা বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ৷ আপাতত এইচওয়ানবি ভিসা-সহ অন্যান্য ভিসাও বাতিল ৷
কোভিড-১৯ এর জেরে আমেরিকায় যে পরিস্থিতি দেখা দিয়েছে তাতে অনেকেই চাকরি হারিয়েছেন ৷ এর জেরে আপাতত এইচওয়ানবি ভিসা স্থগিত করা হয়েছে ৷ ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ ট্রাম্পের এই সিদ্ধান্তে প্রায় ২ লক্ষের উপর মানুষ যারা আমেরিকায় চাকরি করার স্বপ্ন দেখছেন তাদের বড় ধাক্কা লাগতে চলেছে ৷
আমেরিকায় কাজ করার জন্য যে ভিসা দেওয়া হয় তাকে H-1B Visa বলা হয়ে থাকে ৷ একটি নির্দিষ্ট সময়ের জন্য এই ভিসা জারি করা হয়ে থাকে ৷ আর এই ভিসা সবচেয়ে বেশি ভারতীয় আইটি প্রোফেশনালরা করে থাকেন ৷ ভিসা বাতিলের সবচেয়ে বেশি ক্ষতি হতে চলেছে ভারতীয়দের ৷ তবে এই ভিসা বাতিলের জেরে যারা ওয়ার্ক ভিসায় কাজ করছেন তাদের উপরে কোনও প্রভাব পড়বে না ৷
H-1B ৩ বছরের জন্য দেওয়া হয়ে থাকে যা পরে ৬ বছর পর্যন্ত অধিকতম বাড়ানো যেতে পারে ৷ এই ভিসা শেষ হওয়ার পর আমেরিকার নাগরিকত্বের জন্য আবেদন করতে হয় ৷ ভারতে বিপুল সংখ্যাক আইটি কমর্রতরা এই ভিসায় আমেরিকায় কাজ করে থাকেন ৷
H-1B শেষ হওয়ার পর গ্রিন কার্ড না পেলে আগামী ১ বছর আমেরিকার বাইরে থাকতে হবে ৷ এবং ফের H-1B ভিসার জন্য আবেদন করতে হবে ৷
Be the first to comment