শনিবারের মধ্যে আমেরিকায় TikTok নিষিদ্ধ করব, হঠাত্‍ ঘোষণা ট্রাম্পের

President Donald Trump speaks to members of the press on the South Lawn of the White House in Washington, Wednesday, July 15, 2020, before boarding Marine One for a short trip to Andrews Air Force Base, Md., and then on to Atlanta. (AP Photo/Patrick Semansky)
Spread the love

TikTok-কে কিনতে পারে তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফট ৷ মার্কিন মুলুকে এ হেন জল্পনার মাঝেই শত চেষ্টাতেও TikTok-কে হয়তো  আমেরিকায় নিষিদ্ধ অ্যাপ-এর তালিকাতেই ঢুকতে চলেছে ৷

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, শনিবারের মধ্যেই তিনি TikTok-কে নিষিদ্ধ করতে চলেছেন ৷ ফ্লোরিডায় ট্রাম্প বলেন, আমরা আমেরিকায় টিকটক-কে ব্যান করতে চলেছি ৷ জরুরিভিত্তিতে এগজিকিউটিভ অর্ডার পাশ করা হবে ৷ আমার হাতে সে ক্ষমতা আছে ৷

টিকটিক-এর তরফে একটি বিবৃতিতে বলা হয়, কোনও রটনা বা জল্পনার ভিত্তিতে আমরা কোনও কথ্য বলব না৷ তবে TikTok-এর দীর্ঘমেয়াদী সাফল্যের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী ৷

TikTok-এর জনপ্রিয়তায় আমেরিকায় ফিকে হয়ে গিয়েছে ফেসবুক, স্ন্যাপচ্যাট-এর মতো মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি ৷ ২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে TikTok লঞ্চ করে চিনা সংস্থা বাইটডান্স ৷

ভারতে নিষিদ্ধ হয়ে গিয়েছে আগেই ৷ এবার নিষেধাজ্ঞার খাঁড়া ঝুলছে মার্কিন যুক্তরাষ্ট্রেও ৷ চিনের আগ্রাসী মনোভাবের খেসারত দিচ্ছে TikTok ৷ সংস্থার বিরুদ্ধে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের অভিযোগ, TikTok ব্যবহারকারীর ডেটা চুরি করে বেজিংয়ে পাঠাচ্ছে ৷ ফলে দেশের জাতীয় নিরাপত্তা প্রশ্নের মুখে৷ ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ একাধিক দেশে কোটি কোটি ব্যবহারকারী TikTok-এর ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ, আমেরিকার নাগরিকদের ব্যক্তিগত তথ্য সব বেজিংয়ে পাচার করে TikTok ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*