TikTok-কে কিনতে পারে তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফট ৷ মার্কিন মুলুকে এ হেন জল্পনার মাঝেই শত চেষ্টাতেও TikTok-কে হয়তো আমেরিকায় নিষিদ্ধ অ্যাপ-এর তালিকাতেই ঢুকতে চলেছে ৷
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, শনিবারের মধ্যেই তিনি TikTok-কে নিষিদ্ধ করতে চলেছেন ৷ ফ্লোরিডায় ট্রাম্প বলেন, আমরা আমেরিকায় টিকটক-কে ব্যান করতে চলেছি ৷ জরুরিভিত্তিতে এগজিকিউটিভ অর্ডার পাশ করা হবে ৷ আমার হাতে সে ক্ষমতা আছে ৷
টিকটিক-এর তরফে একটি বিবৃতিতে বলা হয়, কোনও রটনা বা জল্পনার ভিত্তিতে আমরা কোনও কথ্য বলব না৷ তবে TikTok-এর দীর্ঘমেয়াদী সাফল্যের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী ৷
TikTok-এর জনপ্রিয়তায় আমেরিকায় ফিকে হয়ে গিয়েছে ফেসবুক, স্ন্যাপচ্যাট-এর মতো মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি ৷ ২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে TikTok লঞ্চ করে চিনা সংস্থা বাইটডান্স ৷
ভারতে নিষিদ্ধ হয়ে গিয়েছে আগেই ৷ এবার নিষেধাজ্ঞার খাঁড়া ঝুলছে মার্কিন যুক্তরাষ্ট্রেও ৷ চিনের আগ্রাসী মনোভাবের খেসারত দিচ্ছে TikTok ৷ সংস্থার বিরুদ্ধে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের অভিযোগ, TikTok ব্যবহারকারীর ডেটা চুরি করে বেজিংয়ে পাঠাচ্ছে ৷ ফলে দেশের জাতীয় নিরাপত্তা প্রশ্নের মুখে৷ ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ একাধিক দেশে কোটি কোটি ব্যবহারকারী TikTok-এর ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ, আমেরিকার নাগরিকদের ব্যক্তিগত তথ্য সব বেজিংয়ে পাচার করে TikTok ৷
Be the first to comment