নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে ইজরায়েলের ঐতিহাসিক শান্তিচুক্তিতে মধ্যস্থতা করে তিনি এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।
অ্যামেরিকার সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, নরওয়ের রাজনীতিবিদ টিব্রিং জেড্ডে এবছর নোবেল পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করেন ।তিনি বলেন, ”তাঁর (ট্রাম্প) যোগ্যতা ও দেশগুলোর মাঝে শান্তি বজায় রাখার প্রচেষ্টার জন্য তিনি শান্তি পুরস্কারের জন্য মনোনীত । আমার মনে হয় শান্তি পুরস্কারের জন্য অন্যান্য মনোনীতদের চেয়ে তিনি অনেক বেশি কিছু করেছেন।”
গত ১১ অগাস্ট ইজরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয় সংযুক্ত আরব আমিরশাহী। মঙ্গলবার হোয়াইট হাউজের তরফে দুই দেশের এই ঐতিহাসিক চুক্তির কথা ঘোষণা করা হয়। চুক্তি অনুযায়ী, ১৮ মাসের আলাপ-আলোচনার পর আমিরশাহী ইজরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সম্মতি জানায়।
পাশাপাশি ইজরায়েল ওয়েস্ট ব্যাঙ্কের সঙ্গে সংযুক্তি স্থগিত করার পরিকল্পনা অব্যাহত রাখতে সম্মত হয়।
এবছর মোট ৩১৮ জন নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। গত বছর শান্তিতে নোবেল পান ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ।
Be the first to comment