আমেরিকার ম্যানহাটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব বিল্ডিং ‘ট্রাম্প টাওয়ারে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সূত্র থেকে জানা যায়, সোমবার স্থানীয় সময় সকাল ৭টার খানিক আগে ওই বিল্ডিং-এর ছাদ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে দমকল কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। নিউইয়র্ক ফায়ার সার্ভিস জানায়, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় দমকলকর্মী সহ দুজন আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ৬৮ তলা এই বিল্ডিং-এর একটি ফ্লোরে রয়েছে ট্রাম্পের বাসভবন। ২০১৬ সালে ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করার পর হোয়াইট হাউজে ওঠার আগে পরিবার নিয়ে এখানেই থাকতেন। ‘ট্রাম্প টাওয়ারে’ অনেক অফিস এবং বাসস্থান রয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে তার ছেলে এরিক ট্রাম্প এ নিয়ে ট্যুইট করেছেন। তিনি বলেন, বিল্ডিং-এর ছাদে কুলিং টাওয়ারে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিউইয়র্ক ফায়ার সার্ভিস দ্রুত সাড়া দেওয়ায় তাদের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
Be the first to comment