এই সেদিন উত্তর কোরিয়ার সঙ্গে ঐতিহাসিক শীর্ষ বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার আমেরিকার পক্ষে “অস্বাভাবিক ও অসাধারণ” বিপদ বলে মনে করায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে জরুরি অবস্থা আরও একবছর বাড়িয়ে দিলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট মনে করেন, আমেরিকার জাতীয় নিরাপত্তা, বিদেশনীতি এবং অর্থনীতির পক্ষে উত্তর কোরিয়া বড় বিপদ। শীর্ষ বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নিরস্ত্রীকরণে সম্মত হয়েছিলেন। ট্রাম্প বলেছেন, পরমাণু নিরস্ত্রিকরণ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি নিষেধাজ্ঞা তুলবেন না। ২০০৮ সালের ২৬ জুন উত্তর কোরিয়ার বিরুদ্দে নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা। এরইসঙ্গে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়াও বাতিল করে দিয়েছেন ট্রাম্প
Be the first to comment