এবার হুমকি দেওয়ার পালা জো বাইডেনের। মার্কিন নির্বাচনের ভোট গণনা যত এগিয়েছে ততই গদিচ্যুত হওয়ার ভয় আকড়ে ধরেছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে। এর জেরে তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ তোলা শুরু করেন। একাধিক রাজ্যে আইনি লড়াইয়ের পথেও হেঁটেছেন ট্রাম্প। মোট কথা, তিনি যে সহজে হোয়াইট হাউজ ছাড়বেন না, তা বুঝিয়ে দিয়েছেন।
এবার হুমকি দেওয়ার পালা জো বাইডেনের। মার্কিন নির্বাচনের ভোট গণনা যত এগিয়েছে ততই গদিচ্যুত হওয়ার ভয় আকড়ে ধরেছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে। এর জেরে তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ তোলা শুরু করেন। একাধিক রাজ্যে আইনি লড়াইয়ের পথেও হেঁটেছেন ট্রাম্প। মোট কথা, তিনি যে সহজে হোয়াইট হাউজ ছাড়বেন না, তা বুঝিয়ে দিয়েছেন।
যদিও শুক্রবার জয় ঘোষণা করে ট্রাম্পের সঙ্গে সরাসরি সংঘাতের পথে হাঁটেননি বাইডেন। তবে তিনি স্পষ্ট করে দিলেন যে তাঁরা আশা করছেন যে শেষ পর্যন্ত হোয়াইট হাউজে আসবে তাঁরই দখলে। তবে লাল বা নীল রাজ্য নয়, তিনি সকলের রাষ্ট্রপতি হিসাবে কাজ করবেন বলে দাবি করেন জো বাইডেন। ডেমোক্র্যাট হিসেবে লড়লেও এবার তিনি সকলের রাষ্ট্রপতি হতে চান বলে দাবি বাইডেনের।
ভোটগণনা নিয়ে ক্রমেই চাপানউতোর বাড়ছে আমেরিকায়। পরাজয় মেনে নেওয়ার প্রস্তুতি নেই ট্রাম্পের। মেইল-ইন ভোট পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প একের পর এক আইনি লড়াইতে নামলেও তাঁর ভিত্তিহীন অভিযোগ খারিজ হয়েছে আদালতে। আভাস দিয়ে রেখেছেন যে তিনি নির্বাচনে হারলে তা নিয়ে সাংবিধানিক আইনি লড়াইতে নামবেন তিনি।
এই পরিস্থিতিতে বাইডেনের দলের তরফে বলা হয়, মার্কিন জনগণ এই নির্বাচনে নিজেদের নেতাকে বেছে নিয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার যেকোনও অনাধিকার-প্রবেশকারীকে হোয়াইট হাউজ থেকে বিতারিত করতে সক্ষম। প্রসঙ্গত, এখনও জয় সুনিশ্চিত না হলেও হোয়াইট হাউজে বাইডেনের পা রাখা এখন সময়ের অপেক্ষা।
Be the first to comment