সিঙ্গাপুরের ঐতিহাসিক বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন সই করেছেন দলিলে। ট্রাম্পের মতে, তা গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত। কেউ যা আশা করেনি বৈঠক তার থেকেও ভালো হয়েছে। তিনি কিমকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাবেন। নিজেও যাবেন পিয়ংইয়ং। তিনি বলেন, উত্তর কোরিয়া নিউক্লিয়ার অস্ত্র মুক্তিতে রাজি। তবে যতদিন তা না হয়, ওই দেশের ওপর ততদিন নিষেধাজ্ঞা জারি থাকছে। তবে যা হয়েছে আমরা তার জন্য গর্বিত। উত্তর কোরিয়া এবং কোরিয়া উপদ্বীপের সঙ্গে আমাদের সম্পর্ক আজ পাল্টে গেল। যে চিঠিতে আমরা সই করেছি তা ব্যাপক, বিস্তারিত। সে দেশে বন্দি মুক্তি ও মানবাধিকার নিয়েও সদর্থক কথা হয়েছে। কিম দেশে ফিরে গিয়েছেন। যাওয়ার আগে বলেছেন, ঐতিহাসিক বৈঠক হয়েছে। দুনিয়ার অনেকেই ভাববে এটা সায়েন্স ফিকশন ফিল্ম, বৈজ্ঞানিক কল্পকাহিনির চলচ্চিত্র।
মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপে কাপেলা হোটেলে হয়েছে ট্রাম্প-কিম ঐতিহাসিক বৈঠক। ট্রাম্পের গলায় তাঁর পরিচিত লাল টাই, কিমের পরনে তার ট্রেডমার্ক মাও স্যুট। শুরুতেই কিম কবুল করেছেন, সামনের পথটা খুব একটা মসৃণ হবে না। অবশ্যই কিছু চ্যালেঞ্জ আছে। তবে তার মোকাবিলা করব। তবে তিনি পরমাণু অস্ত্র ত্যাগ করবেন কিনা সেই প্রশ্নের কোনও জবাব দেননি তিনি। প্রথম বৈঠকে দুই নেতার অনুবাদকরা ছাড়া আর কেউই ছিলেন না। দ্বিতীয় বৈঠকে ছিলেন দু দেশের পদস্থ আধিকারিকরা।
Be the first to comment