ওষুধ রফতানিতে ভারতকে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার বিরুদ্ধে এবার কড়া আওয়াজ তুললেন রাহুল গান্ধী।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে তীব্র তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল এদিন টুইটে লেখেন, “দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে বদলার প্রসঙ্গ উঠছে কী করে?” এরপরই রাহুল লেখেন, “বিপদের সময়ে ভারত নিশ্চয়ই অন্য দেশের পাশে দাঁড়াবে। কিন্তু আগে তো নিজের দেশের মানুষ, তারপর অন্য কেউ।”
ট্রাম্পের এই হুঁশিয়ারির সমালোচনা করেছেন কংগ্রেসের তিরুঅনন্তপুরমের সাংসদ শশী তারুরও। তিনি বলেছেন, “এতদিন ধরে আন্তর্জাতিক কূটনীতি নিয়ে চর্চা করছি, এমন হুমকি কখনও কোনও রাষ্ট্রপ্রধান দিতে পারেন আগে শুনিনি।
Be the first to comment