বিশেষ প্রতিনিধি,
২০১৫ সালে প্রাক্তন প্রেসিডেন্টবারাক ওবামার আমলে এইচ ওয়ান বি ভিসা নিয়ে কর্মরতদের স্বামী বা স্ত্রীরা যাতে সেদেশে কাজ করতে পারেন, তার জন্য এইচ-ফোর ভিসা চালু করে মার্কিন প্রশাসন। জানা গিয়েছে, ২০১৬ সালে ৪১ হাজারেরও বেশি এইচ-ফোর ভিসা দেওয়া হয়েছে।
সেই ভিসা নীতিরই বদল ঘটাতে চলেছেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ ‘আমেরিকার পণ্য কিনুন’ এবং ‘আমেরিকানদের নিয়োগ করুন’ এই নীতির আওতায় বহু ভারতীয় কর্মী ও তাঁদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে।
সম্প্রতি হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের তরফে এইচ ওয়ান বি ভিসা নিয়ে কর্মরতদের স্বামী বা স্ত্রীদের কাজের জন্য দেওয়া এইচ-ফোর ভিসা বাতিল করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। আরও জানা গিয়েছে, এইচ-ফোর ভিসা বাতিল করার পাশাপাশি এইচ ওয়ান বি ভিসাতেও বেশ কিছু রদবদল আনার প্রস্তাব দিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর।
এইচ-ওয়ান বি ভিসা পাওয়া ব্যক্তিদের স্বামী-স্ত্রী বিদেশি হিসেবে এইচ-৪-এর অধীনে কাজ করতে পারতেন। এমন প্রস্তাব বাস্তবায়িত হলে তা ভবিষ্যতে একটি বড় আইনি উদাহরণ হিসেবে কাজ করতে পারে। ওবামা প্রশাসনের অনুমোদন দেওয়া এইচ-১ বি ভিসাধারীদের স্বামী বা স্ত্রীর কাজ করার বৈধতা নিয়ে ইতিমধ্যেই আইনি লড়াই শুরু হয়েছে।
ক্ষমতায় এসেই ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়া হওয়ার বার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এইচ ওয়ান বি ভিসায় কর্মরতদের স্বামী, স্ত্রীদের কাজ করার অনুমতি বাতিল করতে পারে মার্কিন প্রশাসন। সেই পথেই এবার হাঁটছে ট্রাম্প প্রশাসন৷
এইচ-১ বি ভিসা হলো আমেরিকার কোম্পানিগুলোতে দক্ষ বিদেশিদের চাকরি পাওয়ার অতি সহজ উপায়। এ ভিসা তিন বছরের জন্য বৈধ থাকে। প্রয়োজনে এ ভিসা আরও তিন বছরের জন্য পুনর্নবীকরণ করা যায়। এই কর্মসূচি আইটিতে দক্ষ কর্মীদের কাছে বেশ জনপ্রিয়।
Be the first to comment