সময় যত এগোচ্ছে চাওড়া হচ্ছে ট্রাম্পের হাসি, অনেকটাই পিছিয়ে কমলা হ্যারি

Spread the love

রোজদিন ডেস্ক :- ৪৭তম মার্কিন প্রসিডেন্ট নির্বাচনপর গগনা শুরু হয়ে গিয়েছে ভারতীয় সময় বুধবার ভোর রাত থেকে। ইন্ডিয়ানা, কেন্টাকি ও ওয়েস্ট ভার্জিনিয়ায় জেতার পথে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প৷ অন্যদিকে, ভেরমাউন্টে জিতছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস৷ তবে সুইং স্টেটের এখনও বেশ কয়েকটির ফলাফল আসতে বাকি৷ আপাতত সেই দিকেই নজর সকলের।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের এগিয়ে যাওয়া অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তিনি ২১০টি ইলেক্টরাল ভোট পেয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন ১১৩টি ভোট। সাধারণ ভোটের দিক থেকেও ট্রাম্প এগিয়ে রয়েছেন। বিবিসির খবর অনুযায়ী ট্রাম্প পেয়েছেন ৫০,৫০৮,৩০৮। অর্থাৎ ভোটদাতাদের ভোটের ৫২.৫১ শতাংশ ভোট তিনি পেয়েছেন। আর কমলা হ্যারিস পেয়েছেন ৪৪,৪৭৪,০৫৫ ভোট বা ৪৬.২৩ শতাংশ ভোট।
জনসংখ্যার দিক থেকে বড় কয়েকটি রাজ্য থেকে ফলাফল পাওয়া গেছে। তবে এখনো কোন অপ্রত্যাশিত ফলাফল পাওয়া যায়নি। অর্থাৎ যেসব রাজ্যে যার জয়ের কথা ছিল, তারাই সেখানে জয়ী হয়েছেন।
ডেমোক্র্যাট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস নিউইয়র্কে জয়ী হয়েছেন। রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে টেক্সাস, ওহাইও, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, লুইজিয়ানা এবং ওয়াইওমিং-এ জয়ী ঘোষণা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে ৫০টি রাজ্য এবং ডিসট্রিক্ট অফ কলাম্বিয়ায় মোট ৫৩৮ ইলেক্টরাল ভোট আছে এবং যে প্রার্থী ২৭০টি পাবেন তিনি নির্বাচিত বলে গণ্য হবেন।
তবে গত এক বছরের জনমত জরিপ এবং অতীত নির্বাচনের আলোকে ৪৩টি রাজ্যের ফলাফল কী হবে তা মোটামুটি নিশ্চিত হয়ে আছে।
সাতটি রাজ্যে- জর্জিয়া, উইস্কন্সিন, মিশিগান, পেন্সিলভানিয়া, অ্যারিজনা, নেভাদা আর নর্থ ক্যারলাইনায় কে জিতবে, তা এখন নিশ্চিত না। এই রাজ্যেগুলোকে ‘সুইং স্টেট’ বলা হয় এবং সেখানে মোট ৯৩টি ইলেক্টরাল ভোট আছে। অর্থাৎ, নির্বাচনে জয়ের জন্য এক প্রার্থীকে এই সাতটি সুইং স্টেটের অন্তত চারটিতে জয়লাভ করতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*