রাজনৈতিক সংঘর্ষের জের, তুফানগঞ্জে অনির্দিষ্টকালের জন্য বনধ ব্যবসায়ীদের

Spread the love

রাজনৈতিক সংঘর্ষের জেরে সাধারণ ব্যবসায়ীদের আটক ও গ্রেফতারের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বনধ ডেকেছে তুফানগঞ্জ ব্যবসায়ী সমিতি ৷ বৃহস্পতিবার সকাল ছ’টা থেকে এলাকার সব দোকানপাট বন্ধ ৷ সমিতি সূত্রে খবর, লোকসভা নির্বাচনের পর থেকেই কোচবিহারের তুফানগঞ্জ মহকুমায় রাজনৈতিক অশান্তি শুরু হয়েছে ৷ তৃণমূল ও বিজেপির মধ্যে প্রায়ই গন্ডগোল লেগে রয়েছে ৷ আর এর জেরে ভাঙচুর চালানো হচ্ছে এলাকার বিভিন্ন দোকানে ৷ ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিবাদ জানালে হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে তাদের ৷ গ্রেফতার করা হচ্ছে তাদের ৷

বুধবার তুফানগঞ্জের চিলাখানায় রাজনৈতিক সংঘর্ষে বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়। অভিযোগ, প্রতিবাদ জানাতে গেলে ব্যবসায়ীদের ওপর হামলা চালানো হয়। প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বনধের ডাক দেওয়া হয়েছে তুফানগঞ্জ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ৷

ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গিয়েছে, তুফানগঞ্জ মহকুমার চিলাখানা, মারুগঞ্জ, দেওচড়াই, বক্সিরহাট, ধলপল, হরিরহাট, নাটাবাড়ি, নতুন বাজার, বলরামপুর চৌপথি, নাগুরহাট সহ মহকুমার বিস্তীর্ণ এলাকায় ব্যবসা বন্ধ রাখা হয়েছে। ব্যবসা বনধের কারণে ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। কোচবিহার-তুফানগঞ্জ, কোচবিহার-বক্সিরহাট, কোচবিহার-রামপুর, তুফানগঞ্জ-আলিপুরদুয়ার রুটে যান চলাচল ব্যাহত হয় ৷ সমস্যায় পড়ে সাধারণ মানুষ।

তুফানগঞ্জ মহকুমার ব্যবসায়ী সমিতির তরফে কার্তিকচন্দ্র দেবনাথ জানান, আজ ভোর থেকে ব্যবসা বনধ শুরু হয়েছে ৷ দুপুরে সমিতির কার্যকরী সদস্যদের বৈঠকে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*