মাটির নীচে তিনটি সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে নয়াদিল্লির রাজপথে। এর মধ্যে একটি প্রধানমন্ত্রীর বাড়ির সঙ্গে জুড়বে সংসদ ভবনকে। বাকি দু’টি পৌঁছবে উপরাষ্ট্রপতির নতুন বাড়ি এবং সাংসদদের নতুন চেম্বারে।
সুড়ঙ্গ পথগুলি হবে এক লেন বিশিষ্ট। গল্ফ খেলার মাঠে যাতায়াতের জন্য যে ধরনের গাড়ি ব্যবহার হয়, তেমনই গাড়িতে ওই পথ ধরে পৌঁছে যাওয়া যাবে সংসদ ভবনে। এক্ষেত্রে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টিই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। কারণ তাঁদের কোথাও যাওয়া আসা মানেই আঁটোসাঁটো নিরাপত্তা। সুড়ঙ্গপথে যাতায়াত তাঁদের নিরাপত্তাকে আরও সহজ করবে বলে সূত্রের খবর।
Be the first to comment