প্রয়াত কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তুষারকান্তি তালুকদার

Spread the love


প্রয়াত কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার তুষারকান্তি তালুকদার। ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, গত দুদিন ধরে ঢাকুরিয়ার আমরি হাসপাতালে ভর্তি ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা। মঙ্গলবার দুপুরে প্রয়াত হন তিনি। উল্লেখ্য, ১৯৯২ থেকে ১৯৯৬ সালে কলকাতা পুলিশের কমিশনার পদ সামলেছিলেন তুষারকান্তি।

আমরি হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন প্রাক্তন পুলিশ কমিশনার। গত ৭ জানুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রবল শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। দুদিন ধরে চিকিৎসা সত্ত্বেও প্রাক্তন কমিশনারের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। মঙ্গলবার সকাল থেকে তাঁর অবস্থা আরও খারাপ হতে থাকে।

কিডনির সমস্যার পাশাপাশি হু হু করে তুষারবাবুর রক্তচাপ কমতে থাকে। ক্রমে বিকল হতে থাকে হৃদযন্ত্র। শরীরে আরও নানা অসুবিধা থাকার কারণে চেষ্টা করেও অ্যাঞ্জিওপ্ল্যাস্টি করতে পারেননি চিকিৎসকরা। সকাল ১১টা ৫৩ মিনিট নাগাদ তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সেখান থেকে আর ফিরে আসতে পারেননি তিনি। দুপুর ১২টা ২৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*