তুষার মেহেতার অপসারণের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি তৃণমূল কংগ্রেসের

Spread the love

সলিসিটর জেনারেল তুষার মেহেতা অপসারণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখল তৃণমূল। গতকালই সলিসিটর জেনারেল তথা নারদ কাণ্ডে CBI-এর আইনজীবী তুষার মেহেতার সঙ্গে দিল্লিতে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। এরপরেই তৃণমূলের তরফে পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়। এবার অবিলম্বে সলিসিটর জেনারেল তুষার মেহেতাকে অপসারণের দাবিতে সুখেন্দু শেখর রায়, মহুয়া মৈত্র এবং ডেরেক ও’ব্রায়েন এই তিন তৃণমূল সাংসদ চিঠি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

এই চিঠি প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, নারদকাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারী কীভাবে সলিসিটর জেনারেলের সঙ্গে বৈঠক করতে পারেন? অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা উচিত বলেও দাবি তোলেন কুণাল। তৃণমূলের অভিযোগ, নারদ কাণ্ডের একজন অভিযুক্তর সঙ্গে কীভাবে বৈঠক করতে পারেন সলিসিটর জেনারেল! শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পর নারদ মামলায় CBI-এর হয়ে তুষার মেহেতা সওয়াল করতে সাধারণ মানুষের আইনের প্রতি আস্থা কমবে বলে দাবি করেছে তৃণমূল।

বিষয়টি নিয়ে সরব হন অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ও।

প্রসঙ্গত, বৃহস্পতিবার তুষার মেহেতার বাড়িতে তাঁর সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী, সূত্রের খবর এমনটাই। তৃণমূলের প্রশ্ন, কেন নারদ কাণ্ডে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হল না! অবিলম্বে বিরোধীদল নেতার গ্রেফতারির দাবিও তোলেন তিনি। উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা ED এবং CBI-এর আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*