সাত সকালে শহর কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় জোড়া বাস দুর্ঘটনা, আহত বহুজন

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- পার্কস্ট্রিটে সোমবার সকালের ব্যস্ত সময়ে রেলিংয়ের ওপর উঠে পড়ল বাস। দুর্ঘটনায় আহত ৫ জন।গুরুতর আহত ১ জন। এমনভাবেই বাসটি ধাক্কা মেরে ডিভাইডারে উঠে গিয়েছে যে বাসের সামনের অংশ এবং ডিভাইডার কাটতে হলো।
হাওড়া থেকে যাদবপুর যাচ্ছিল বাসটি। পার্ক স্ট্রিটে এসে হঠাৎই রেলিং ভেঙে ডিভাইডারে উঠে পড়ে চলন্ত বাসটি। হাওড়া থেকে আসা সরকারি বাসটিতে ছিলেন অনেক যাত্রীই ।
ময়দানে চ্যাটার্জী ইন্টারন্যাশনালের সামনে দুর্ঘটনা ঘটে। বাসের চালক বুঝতে পারেন যে কোনও যান্ত্রিক ত্রুটি হয়েছে। সঙ্গে সঙ্গে বাস থামানোর চেষ্টা করেন চালক। সামনে অনেক গাড়ি থাকায় দুর্ঘটনা এড়াতে চালক তাৎক্ষণিক বুদ্ধি প্রয়োগ করেন এবং বাস নিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন। ভিড় কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। বাসে সেই সময়ে শিশু সহ এক মহিলা যাত্রী ছিলেন। দুর্ঘটনায় শিশুটির মাথায় সামান্য আঘাত লেগেছে। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে সাতসকালে আরও একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের ধানকল মোড়ে। বাসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ট্রাক চালকের। গুরুতর আহত হন ১০ জন বাসযাত্রী। সকাল ৬টা নাগাদ ১১৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। রায়চক থেকে ধর্মতলাগামী বাসের সঙ্গে উল্টোদিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকের মধ্যেই মৃত্যু হয় চালকের। পরে বিষ্ণুপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। এর জেরে ঘণ্টাদেড়েক অবরুদ্ধ ছিল ১১৭ নম্বর জাতীয় সড়ক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*