টুইটার এবার দেউলিয়া! সংস্থা ঘিরে উদ্বেগের সুর মাস্কের গলায়

বর্ণালী দাশগুপ্ত

Spread the love

১০ই নভেম্বর বৃহস্পতিবার ইলন মাস্ক সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে জানান টুইটারের দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা। সদ্য দায়িত্বপ্রাপ্ত ইলন মাস্ক বৃহস্পতিবার টুইটারের কর্মী আধিকারিকদের সঙ্গে প্রথম বৈঠকে সংস্থার আগামী বছরের কয়েকশো ডলার আর্থিক ক্ষতির সতর্কবার্তা ঘোষণা করেন। ব্লুম মার্গ নিউজ জানান যে, টুইটার এই মুহূর্তে অনিশ্চয়তার মুখোমুখি।

টুইটার সংস্থার অর্ধেক সংখ্যক কর্মী ছাটানোর পরিকল্পনা ঘোষণা করেছিলেন মাস্ক । প্রতি মাসে ৮ ডলার চার্জ প্রদানের কথাও তিনি জানান ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করা এবং ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করার জন্যে। অবশ্য আমেরিকা যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশে ইতিমধ্যেই ভেরিফাইড টুইটার এ
অ্যাকাউন্টের ব্যবহারের ক্ষেত্রে প্রতিমাসে ৮ ডলার সাবস্ক্রিপশন ফি ধার্য হয়ে গিয়েছে। এ সমস্ত ঘোষণার মধ্যেই টুইটারের নতুন মালিক ইলন মাস্ক বৃহস্পতিবার টুইটারের দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা সম্পর্কে সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মে লেখেন।

৪৪ বিলিয়ন ডলারের টুইটার কেনার ঠিক দুই সপ্তাহের মধ্যেই মাস্কের এরূপ মন্তব্য নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে। ব্লুমবার্গ নিউজ টুইটার কর্মীদের সঙ্গে একটি বৈঠকে বলেন যে, তিনি কিছুতেই এই দেউলিয়া হওয়ার বিষয়টি অস্বীকার করতে পারেন না। এর মধ্যে দুই বিজ্ঞাপনদাতা রবিন হুইলার ও জুয়েল রথকে ঘিরে উদ্বেগ প্রকাশিত হওয়াতে কোনও মন্তব্য না জানালেও পরবর্তীকালে তাঁরা দুজনেই পদত্যাগ করেন। এর আগেই পদত্যাগ করেন, টুইটারের প্রধান নিরাপত্তা কর্মকর্তা লি কিসনার ।

টুইটারের তিনজন প্রধান আধিকারিকের হঠাৎ পদত্যাগ করার ঘটনায় মার্কিন ফেডারেল ট্রেড কমিশন বেশ উদ্বিগ্ন। টুইটারকে নিয়ন্ত্রক আদেশ লঙ্ঘনের ঝুঁকিতে ফেলেছে এই কর্মকর্তাদের পদত্যাগ। বৃহস্পতিবারের প্রথম বৈঠকে ইলন মাস্ক, কর্মীদের কোম্পানির আগামী বছরের চূড়ান্ত আর্থিক সংকটের পূর্বাভাস জানিয়ে দিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*