রামনবমী উপলক্ষ্যে হাইকোর্টের অনুমতিতে হাওড়ায় আজ জোড়া ‍র‍্যালি..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ রামনবমী। কলকাতায় রামনবমীর মিছিল ঘিরে মাত্রাতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। কলকাতায় ছোটবড় মিলিয়ে ৮০টির বেশি রামনবমীর অনুষ্ঠানের আবেদন জমা পড়েছে। এর মধ্যে রয়েছে ৫টি বড় মিছিল। যার মধ্যে শোভাযাত্রা কাশীপুর ব্রিজ থেকে কাশীপুর রোড, কাশীপুর উদ্যানবাটি, বরানগর বাজার, সিঁথির মোড়, বিটি রোড, খগেন চ্যাটার্জি রোড পর্যন্ত যাবে। অন্যদিকে, ক্যানিং স্ট্রিট থেকে রবীন্দ্র সরণি, কলুটোলা হয়ে বড়বাজার পর্যন্ত রামনবমীর আরেকটি শোভাযাত্রা হবে।

আজ কোন অংশে পিছিয়ে নেই জেলাও। বাংলার বিভিন্ন জেলাতেই রবিবার রামনবমীর মিছিল। গত দুই বছরের মতো এবছরও যাতে কোনও অশান্তি না বাঁধে সেই দিকে অত্যন্ত তৎপর কলকাতা পুলিশ ও জেলা পুলিশ। হাইকোর্টের অনুমতি পেয়ে রামনবমী উপলক্ষ্যে হাওড়ায় রবিবার দুই সংগঠনের মিছিল। আর সেই মিছিল ঘিরে সাজো সাজো রব গোটা হাওড়ায়।হাইকোর্টের অনুমতিতে রামনবমী উপলক্ষ্যে হাওড়ায় জোড়া ‍র‍্যালি। শিবপুরের কাজিপাড়ার নরসিংহ মন্দির থেকে সকালে অঞ্জনিপুত্র সেনার মেগা ‍র‍্যালি। মিছিলে থাকার কথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
কলকাতা হাইকোর্টের নির্দেশে অঞ্জনিপুত্র সেনা ও বিশ্ব হিন্দুু পরিষদ এই দুই সংগঠনের ৫০০ জন করে মোট ১ হাজার লোক নিয়ে মিছিল করতে পারবে। সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিছিল করবে অঞ্জনিপুত্র সেনা। দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত বিশ্ব হিন্দু পরিষদকে মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। প্রত্যেক অংশগ্রহণকারীর নাম ও পরিচয়পত্র দিতে হবে পুলিশকে। দুটি মিছিলের রুটও নির্দিষ্ট করে দিয়েছে হাইকোর্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*