জয়েন্টে ১০০ শতাংশ নম্বর পেয়ে শীর্ষে বাংলার দুই কৃতী সন্তান অর্চিষ্মান ও দেবদত্তা

Spread the love

রোজদিন ডেস্ক : সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে শুক্রবার। সেই পরীক্ষায় টপারদের তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের দুই পড়ুয়া। তাঁদের নাম খড়্গপুরের অর্চিষ্মান নন্দী এবং কাটোয়ার দেবদত্তা মাঝি।। বাংলার এই দুই পড়ুয়ার প্রাপ্ত নম্বর ১০০ তে ১০০। দেবদত্তা মাধ্যমিক পরীক্ষাতেও প্রথম হয়েছিলেন। আর এ বার সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষায় বাজিমাত করলেন পূর্ব বর্ধমানের মেয়ে। এ বছর সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সে ১০০ তে ১০০ পেয়েছেন মোট ২৪ জন।
ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (বিই) এবং ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) কোর্সে ভর্তির জন্য প্রতি বছর জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন (মেন) পরীক্ষার আয়োজন করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এই বছর দুই সেশনে হয়েছে এই প্রবেশিকা পরীক্ষা। ২২, ২৩, ২৪, ২৮ এবং ২৯ জানুয়ারি হয় প্রথম সেশনের পরীক্ষা। ২, ৩, ৪, ৭ এবং ৮ এপ্রিল হয় দ্বিতীয় সেশনের পরীক্ষা। কোনও আবেদনকারী চাইলে দুই সেশনেই পরীক্ষা দিতে পারেন। তবে দুই সেশনের মধ্যে যে ফল বেশি ভালো হবে, সেই মার্কসই গৃহীত হবে। বাংলা-সহ মোট ১৩টি ভাষায় নেওয়া হয়েছে এই পরীক্ষা। এ বছর জেইই (মেন) পরীক্ষায় বসার জন্য নাম নথিভুক্ত করেছিলেন ১৫ লক্ষ ৩৯ হাজার ৮৪৮ জন। তবে পরীক্ষায় বসেছিলেন ১৪ লক্ষ ৭৫ হাজার ১০৩ জন। এ বছর জয়েন্ট পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ছিল অনেক বেশি। মোট ৯ লক্ষ ৭৩ হাজার ৭৮৪ জন ছাত্রী পরীক্ষায় বসেছিলেন। ছাত্রের সংখ্যা ছিল ৫ লক্ষ ১ হাজার ৩১৯ জন।
শীর্ষে থাকা ২৪ জনের নাম- মহম্মদ আনাস (রাজস্থান), আয়ুষ সিংহল (রাজস্থান), অর্চিষ্মান নন্দী (পশ্চিমবঙ্গ), দেবদত্তা মাজি (পশ্চিমবঙ্গ), আয়ুষ রবি চৌধুরী (মহারাষ্ট্র), লক্ষ্য শর্মা (রাজস্থান), কুশাগ্র গুপ্ত (কর্ণাটক), হর্ষ এ গুপ্তা (তেলেঙ্গানা), আদিত প্রকাশ ভাগাড়ে (গুজরাট), দক্ষ (দিল্লি), হর্ষ ঝা (দিল্লি), রাজিত গুপ্তা (রাজস্থান), শ্রেয়স লোহিয়া (উত্তরপ্রদেশ), সাকশম জিন্দাল (রাজস্থান), সৌরভ (উত্তর প্রদেশ), ভাংগালা অজয় রেড্ডি (তেলেঙ্গানা), সানিধ্য সরফ (মহারাষ্ট্র), বিষাদ জৈন (মহারাষ্ট্র), অর্ণব সিং (রাজস্থান), শিবেন বিকাশ তোষনিওয়াল (গুজরাট), কুশাগ্র বাইনাঘা (উত্তরপ্রদেশ), সাই মানোগনা গুথিকোন্ডা (অন্ধপ্রদেশ), ওম প্রকাশ বাহেরা (রাজস্থান) ও বানীব্রত মাজি (তেলেঙ্গানা)।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*