”মোটু টুকি” বলে পার্থকে উত্যক্ত দুই ছিঁচকে চোরের

Spread the love

এসএসসি ও শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারের আবাসিক রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি’র দাবি, বৃহত্তর দুর্নীতির মাস্টার মাইন্ড রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর জেলবন্দি দিশাতে মশকরা, টিটকিরি, জ্বালাতন নাজেহাল পার্থবাবু!
জেল সূত্রে খবর, সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায়কে শৌচকর্মে ব্যবহৃত মগ ছুড়ে মেরেছে আইএস জঙ্গি অভিযোগে বন্দি মুসা। মগের আঘাতে টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যান পার্থবাবু। সামান্য আঘাত লেগেছিল থুতনিতে। নিয়ে যেতে হয় এসএসকেএম হাসপাতালে।

কিন্তু বন্দিদশায় পার্থবাবুর বিড়ম্বনার শেষ নেই। সেল থেকে খুব একটা বাইরে আসেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী। দিনের বেলায় সেলে যখন বইপত্র ঘাঁটছেন বা বিশ্রাম করছেন পার্থবাবু, ঠিক তখনই বাইরে থেকে বারবার ”মোটু টুকি, মোটু টুকি” বলে টিপ্পনি মারা হয় তাঁকে। লাগাতার এই টিটকিরিতে জেরবার প্রাক্তন শিক্ষামন্ত্রী। অভিযোগ জানিয়েছেন জেল কর্তৃপক্ষওকেও। কিন্তু কারা তাঁর শরীর নিয়ে এই টিটকিরি করছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে?

খুঁজতে গিয়ে জেল কর্তৃপক্ষ জানতে পারে দুই ছিঁচকে চোর এই কাণ্ড করছে। মোটু বলে তারাই জ্বালাচ্ছিল পার্থ চট্টোপাধ্যায়কে। পার্থবাবুর সেলের কাছ থেকে তাদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়। গ্রেফতারের পর থেকে প্রেসিডেন্সি জেলে
বারে বারে কটাক্ষের শিকার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। জেলবন্দির একেবারে শুরুর দিয়ে তাঁকে দেখামাত্রই কিছু বন্দি অনবরত “চোর, চোর’’ বলে টিপ্পনি কাটত। তখনও জেল কর্তৃপক্ষ উৎপাত করা ওই বন্দিদের অন্যত্র সরিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*