সোদপুর স্টেশনে হাটেবাজারে এক্সপ্রেসের ধাক্কায় মৃত দুই মহিলা, দেহের হদিশ মিলল নৈহাটিতে গিয়ে..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সোদপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই মহিলার। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে যায় রেল পুলিশ। দুই মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। জানা গিয়েছে, লাইনের ওপর দিয়ে হেঁটে পার হতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েন সেই দুই মহিলা। অসাবধানতার বশেই ছুটে আসা ট্রেন লক্ষ্য করেননি তাঁরা।

সেই সময় হাটেবাজারে এক্সপ্রেস যাচ্ছিল সোদপুর দিয়ে। সেই ট্রেনের ধাক্কাতেই মৃত্যু হয় এই দু’জনের। রেলপুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, উত্তর শহরতলির অন্যতম ব্যস্ত রেল স্টেশন সোদপুর। এই স্টেশন দিয়েই দূরপাল্লার বহু ট্রেনও ছুটে যায় না থেমেই। এদিনও শিয়ালদা থেকে যাচ্ছিল হাটেবাজারে এক্সপ্রেস। সেই সময় সোদপুর স্টেশনের আগে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে খবর। রিপোর্ট অনুযায়ী, মৃতের মধ্যে একজনের দেহ মেলে সোদপুরে। অন্য মহিলার মৃতদেহ মেলে নৈহাটিতে। জানা গিয়েছে, সেই মহিলার দেহ ইঞ্জিনের সামনের কাউক্যাচারের হুকে আটকে যায়।
জানা গিয়েছে, ২৬ ফেব্রুয়ারি রাত ১০টা নাগাদ সোদপুর স্টেশনের আগে রেলগেটের কাছে লাইন পারাপার হচ্ছিলেন দুই মহিলা। সেই সময় প্রবল গতিতে ছুটে আসছিল আপ হাটেবাজারে এক্সপ্রেস। এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই বিপত্তি ঘটে। জিআরপি সূত্রের খবর, ধাক্কা খাওয়া এক মহিলার দেহ ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে গিয়েছিল। এর জেরে সেটি নৈহাটি পর্যন্ত চলে যায়। পরে নৈহাটি স্টেশনের কাছ থেকে সেই দেহ উদ্ধার হয়। এদিকে এই দুর্ঘটনার জেরে এমনিতে রেল পরিষেবায় কোনও ব্যাঘাত ঘটেনি। তবে মৃত দুই মহিলার এখনও পরিচয় জানা যায়নি। তাঁদের শনাক্ত করার প্রচেষ্টা জারি আছে। এদিকে এই দুর্ঘটনায় রেলের কোনও গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*