শক্তিশালী পাসপোর্ট তালিকার শীর্ষে উঠে এলো সংযুক্ত আরব আমিরশাহী

Spread the love

বিশ্বের তাবড় তাবড় দেশকে হারিয়ে শক্তিশালী পাসপোর্ট তালিকার শীর্ষে উঠে এল আরব আমিরশাহী বা ইউএই। জানা গেছে, সেদেশের পাসপোর্টে প্রাক-ভিসা ছাড়াই ১৬৭টি দেশে ভ্রমণ করা যায়। শনিবারই এই তথ্য জানিয়েছে গলফ নিউজ। প্রতিবছরই ‘পাসপোর্ট ইনডেক্স’ প্রকাশ করে আন্তর্জাতিক সংস্থা আর্টন ক্যাপিটাল। একজন পাসপোর্টধারী কতগুলি দেশে বিনা ভিসায় প্রবেশ বা প্রবেশের সময় ভিসার সুবিধা পেয়ে থাকেন! তার ওপর ভিত্তি করেই ‘ইনডেক্স’টি তৈরি করা হয়।

সেখানে বলা হয়েছে, এতদিন পর্যন্ত শীর্ষে ছিল জার্মানি। এবার তাকে সরিয়ে প্রথমে উঠে এসেছে ইউএই। অথচ ২০১৬ সালেও শক্তিশালী পাসপোর্টের তালিকায় ২৭ নম্বরে ছিল দেশটি। এখানকার নাগরিকরা বিশ্বের ৫৪টি দেশে ‘অন অ্যারাইভাল ভিসা’র সুবিধাও পেয়ে থাকে। মাত্র ৩১টি দেশে ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন পড়ে। দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর। জার্মানি নেমে গেছে তৃতীয় স্থানে।

এরপর তালিকার শীর্ষ দশে থাকা দেশগুলি হল যথাক্রমে ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডস। সিঙ্গাপুর ও জার্মানির পাসপোর্টধারীরা ১৬৫টি দেশে প্রাক-ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। সেখানে মার্কিন পাসপোর্টধারীরা প্রায় ১০০টি দেশে ভ্রমণ করতে পারেন। আর ব্রিটিশ পাসপোর্ট থাকলে ১৪৭টি দেশে। সেই তালিকায় অনেকটাই পিছিয়ে ভারত। প্রাক-ভিসা ছাড়াই মাত্র ৫৯টি দেশে ভ্রমণ করা যায়। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ভুটান, হং কং, দক্ষিণ কোরিয়া, ম্যাকাও, নেপাল, আন্টার্টিকা, হাইতি, ইন্দোনেশিয়া প্রভৃতি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*