ছন্দে ফিরছে উদয়পুর, চার ঘণ্টার জন্য কার্ফু শিথিল

Spread the love

ধীরে ধীরে ছন্দে ফিরছে উদয়পুর। শনিবার চার ঘণ্টার জন্য কার্ফু শিথিল করা হয়েছে। তবে ইন্টারনেট পরিষেবা এখনও বন্ধ। আগেই জানানো হয়েছিল, প্রশাসন এক মাসের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখবে। আপাত শান্ত পরিবেশে শুক্রবার কড়া পুলিসি নিরাপত্তার জালে মোড়া উদয়পুরে রথযাত্রার পালিত হয়েছে।

উদয়পুরের ধানমান্ডিতে সম্প্রতি নিজের দোকানে খুন হন কানহাইয়া লাল নামে ৪৮ বছর বয়সি এক দর্জি। পোশাকের মাপ দেওয়ার অছিলায় দুই যুবক কানহাইয়ার দোকানে ঢোকে। মাপ নেওয়ার সময়েই ধারালো অস্ত্র নিয়ে দুজন ঝাঁপিয়ে পড়ে তাঁর উপর। ধড় থেকে মাথা আলাদা করে দেওয়া হয়। গোটা ঘটনার লাইভ ভিডিয়ো করে আততায়ীরা। তাতে দেখা যায়, দুজনে সেই অস্ত্র হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও হুমকি দিচ্ছে। পুলিস অবশ্য ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই রিয়াজ আখতারি এবং গউস মহম্মদ নামে দুই আততায়ীকে গ্রেফতার করে। শুক্রবার ওই ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিস। বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যকে সমর্থন করে কানহাইয়া সোশাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন। সেই অপরাধেই তাঁকে খুন হতে হয়।

কংগ্রেস শাসিত রাজস্থান সরকার ঘটনার পরেই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। কেন্দ্রীয় সরকার এনআইএকে তদন্তের দায়িত্ব দেয়। তারা তদন্ত শুরুও করে দিয়েছে। শুক্রবার রাজ্য সরকার উদয়পুরের পুলিস সুপার, আইজি-সহ ৩২ জন আইপিএস অফিসারকে বদলি করে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, আততায়ীদের সঙ্গে পাকিস্তানের দাওয়াত-ই-ইসলামি গোষ্ঠীর যোগাযোগ রযেছে। পুলিসের একটি সূত্রের দাবি, ধৃত গউস পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*