আকাঙ্ক্ষা শর্মা হত্যা মামলায় উদয়ন দাসকে যাবজ্জীবন সাজা দিল বাঁকুড়ার ফাস্ট ট্র্যাক কোর্ট ৷ গতকাল উদয়নকে দোষী সাব্যস্ত করে আদালত ৷ এরপর আজ সাজা ঘোষণা করেন বিচারক সুরেশ বিশ্বশর্মা ৷
২০১৬ সালের জুলাই মাসে আকাঙ্ক্ষাকে খুন করে উদয়ন। ভোপালে নিজের বাড়িতে সিমেন্টের বেদির নিচে পুঁতে দেয় মৃতদেহ ৷ বাঁকুড়া শহরের রবীন্দ্র সরণি এলাকার বাসিন্দা আকাঙ্ক্ষার সঙ্গে উদয়নের সম্পর্ক গড়ে ওঠে সোশাল মিডিয়ায়। সেই সূত্রে ভোপালের সাকেতনগরে আকাঙ্ক্ষাকে নিয়ে যায় সে। আকাঙ্ক্ষাকে বিয়েও করে। তারপর খুন ৷
আকাঙ্ক্ষার পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে ২০১৭ সালে ২ ফেব্রুয়ারি উদয়নকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত শুরু হয়। পুলিশি জেরায় উদয়ন জানায়, শুধু আকাঙ্ক্ষাকেই নয়, সে নিজের মা-বাবাকেও একই কায়দায় খুন করেছে ৷ তদন্ত শেষে ২০১৭ সালের জুলাই মাসে চার্জশিট দাখিল করে পুলিশ। গতকাল তাকে দোষীসাব্যস্ত করে বাঁকুড়া আদালত। আজ তার সাজা ঘোষণা হয়।
যদিও আজ কোর্ট লকআপে ঢোকার সময় কোনওরকম অনুশোচনা ধরা পড়েনি উদয়নের চোখে-মুখে ৷ উলটে রায় ঘোষণা হওয়ার পর সে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার ইচ্ছের কথা জানায় ।
Be the first to comment