একুশে ভোটে দাঁড়াবেন না, দলকে প্রার্থী খুঁজে নিতে বললেন উদয়ন গুহ

Spread the love

গত শুক্রবার দলের নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে দিদি বলেছিলেন, কে কে একুশে টিকিট চান হাত তুলুন। তাতে নাকি অনেক তাবড় নেতাই হাত তুলে বলেছিলেন, একুশের ভোটে তাঁরা ফের জোড়া ফুলের টিকিটে লড়তে চান!

সেই বৈঠকে একদা ফরওয়ার্ড ব্লক নেতা তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ কী বলেছিলেন জানা যায়নি। তবে জেলা স্তরের বৈঠকে উদয়নবাবু নাকি সাফ জানিয়ে দিয়েছেন, তিনি আর একুশের ভোটে লড়বেন না। বিরুদ্ধ গোষ্ঠীর নেতাদের উদ্দেশে তাঁর বক্তব্য, “দিনহাটায় কাকে প্রার্থী করবেন খুঁজে নিন। আমি আর ভোটে দাঁড়াব না!”

জানা গিয়েছে, শুধু ভোটে দাঁড়াব না বলেই ক্ষান্ত হননি উদয়ন। একদা হেমন্ত বসু ভবনের অন্যতম মাথা তথা প্রয়াত বাম নেতা কমল গুহর পুত্র নাকি দলীয় বৈঠকে তৃণমূলের নেতাদের কাটমানি খাওয়া নিয়েও সরব হয়েছেন।

তৃণমূলের তরফে জানা গিয়েছে, ওই বৈঠকে উদয়ন বলেন, “তৃণমূল ক্ষমতায় না থাকলে যারা চাকরি দেওয়ার নাম করে, বাড়ি করে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা কাটমানি তুলেছেন, সেই সমস্ত নেতারা বাড়িতে থাকতে পারবেন না। যে মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিতে যাবেন তার আগেই কাটমানি নেওয়া নেতাদের এবং কর্মীদের ছাল চামড়া গুটিয়ে দেবে জনগণ।”

তবে সংবাদমাধ্যমকে কিছু বলেন নি উদয়নবাবু।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*