বাড়িওয়ালাদের আগামী ৩ মাস ভাড়া না নিতে বললো উদ্ধব ঠাকরের সরকার

Spread the love

করোনা ভাইরাস এর কারনে চলা এই লকডাউন পরিস্থিতিতে অন্তত আগামী তিন মাস সকল বাড়িওয়ালাকে ভাড়া না নিতে বলল মহারাষ্ট্র সরকার। এই পরিস্থিতিতে বহু মানুষের আয় হচ্ছে না তাই তাদের সহায়তা করার কথা ভেবে শুক্রবার এমন নির্দেশ দিয়েছেন উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন সরকার। মহারাষ্ট্র স্টেট হাউসিং ডিপার্টমেন্ট এক বিজ্ঞপ্তি জারি করে বাড়িওয়ালাদের বলেছে, আগামী তিন মাস ভাড়াটে ভাড়া দিতে না পারলে যেন উচ্ছেদ করা না হয়।

মুখ্যমন্ত্রীর অফিস থেকে সেই নোটিশ টুইট করে বলা হয়েছে, মহারাষ্ট্র স্টেট হাউসিং ডিপার্টমেন্ট বাড়িওয়ালাদের জন্য নির্দেশ জারি করেছে‌ যেন তারা আগামী তিন মাস ভাড়া আদায় বন্ধ রাখে। এই সময় ভাড়া বাড়ি থেকে কোন ভাড়াটেকে উচ্ছেদ করা উচিত নয় ভাড়া না দেওয়ার জন্য। মহারাষ্ট্র সাংঘাতিকভাবে করোনান ভাইরাসের আক্রান্ত রাজ্য। এই রাজ্যে ৩২০০টি কেস পাওয়া গিয়েছে এবং ১৯৪ জনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাস গোটা বিশ্বজুড়েই অতি মহামারী আকার ধারণ করেছে। এদেশেও করোনার থাবা বসেছে। করোনা যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য লকডাউন চলছে। এর ফলে সব রকম কাজকর্ম স্তব্ধ হয়ে গিয়েছে। চরম সংকটে অর্থনীতি। সবচেয়ে খারাপ অবস্থা দিনমজুরদের এবং অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের। পরিস্থিতি অনুধাবন করে বেশকিছু রাজ্য স্কুলগুলিকে বলেছে আগামী তিন মাস‌ ফি না নিতে।

যেমন মধ্যপ্রদেশের ছিন্দয়ারা জেলার কালেক্টর জানিয়েছেন , সরকারি বা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান যেন মার্চ এবং এপ্রিল মাসে ফি না নেয়। তিনি জানিয়েছেন, লক ডাউনের সময় স্মার্ট ক্লাস করার জন্য যেন ওই সব শিক্ষা প্রতিষ্ঠান যেন ফি আদায় না করে। একই রকম নির্দেশ জারি করেছে নয়ডার জেলাশাসক। তিনি জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলি যেন এই ব্যাপারে লকডাউন চলাকালীন অভিভাবকদের উপর‌ চাপ না দেয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*