অনাস্থা প্রস্তাব আলোচনায় আস্থা ভোটাভুটি থেকে বিরত থেকেছে শিবসেনা ৷ একইসঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট ত্যাগ করে একা লড়াইয়ের ডাক দিয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ৷ যার জেরে দু’পক্ষের সম্পর্ক দিনকে দিন জটিল হচ্ছে ৷ এহেন পরিস্থিতিতে ফের বিতর্কিত মন্তব্য করে বিজেপিকে কটাক্ষ করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ৷ বলেন, দেশে মহিলাদের নিরাপত্তা শিকেয় উঠেছে ৷ কিন্তু গরুদের রক্ষা করতে তৎপর বিজেপি ৷ উদ্ধব ঠাকরের এহেন মন্তব্যে ফের তোলপাড় জাতীয় রাজনীতি।
প্রসঙ্গত, গতকালই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঠাকরে জানিয়েছেন, অতীতে বিজেপির প্রতি তাঁদের সম্পূর্ণ সমর্থন থাকলেও এবার তাঁরা সরাসরি বিজেপির বিরোধিতা করবেন। শুক্রবারেই শিবসেনার ১৮ জনক সাংসদ অনাস্থা ভোটে বিজেপিকে সমর্থন করেনি ও তারপর থেকেই বিজেপি-শিবসেনা জোট যে ভাঙনের পথে ৷ তা একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে।
Be the first to comment