খুলে দেওয়া হল উল্টোডাঙা উড়ালপুলের একদিক। ইএম বাইপাস থেকে বিমানবন্দরগামী রুটে শুরু হলো যান চলাচল। যদিও অন্যদিক বন্ধ থাকবে অন্তত দু’মাস। উড়ালপুলের ৮টি অংশে ফাটল চিহ্নিত হয়েছে, যা মেরামতি করতে সময় লাগবে দু’মাস। আজ থেকে শুরু ফাটল মেরামতির কাজ। কাজ চলাকালীন বিমানবন্দর থেকে ইএম বাইপাস আসার জন্য তৈরি হবে বেইলি ব্রিজ।
মঙ্গলবার সন্ধেয় উল্টোডাঙা উড়ালপুলে ফাটল ধরা পড়ে। এর আগে ২০১৩ সালে ভেঙে পড়েছিল উড়ালপুলের একাংশ। পরে সেটি মেরামত করা হয়। মঙ্গলবার সেই মেরামত করা অংশেই ফের ফাটল ধরা পড়ে। বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ছিল উল্টোডাঙা উড়ালপুল। চলে স্ট্রাকচারাল অডিটের কাজ। ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার বরাত পাওয়া মুম্বইয়ের বেসরকারি সংস্থা নমুনা সংগ্রহের কাজ শুরু করে। রাজ্যের ব্রিজ অ্যাডভাইজারি কমিটি এসে ফের উড়ালপুলটি পরীক্ষা করে। জানানো হয়, স্বাস্থ্য পরীক্ষার ফলাফল না দেখে ঝুঁকি নিয়ে খোলা হবে না উল্টোডাঙা উড়ালপুল। উল্টোডাঙা উড়ালপুলের একদিক, ইএম বাইপাস থেকে বিমানবন্দরগামী রুটে শুরু যান চলাচল।
Be the first to comment