নাগরিকত্ব আইনের প্রতিবাদে উলুবেড়িয়ায় ট্রেন অবরোধ, আক্রান্ত চালক

Spread the love

নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ ও NRC-এর প্রতিবাদে উলুবেড়িয়া স্টেশনে অবরোধ। বন্ধ হাওড়া-খড়গপুর শাখায় ট্রেন চলাচল ৷ বিক্ষোভকারীদের ছোড়া পাথরে আক্রান্ত আপ করমণ্ডল এক্সপ্রেসের চালক ৷ এছাড়া ওই শাখায় একাধিক দূরপাল্লার ট্রেন আটকে যায়। অন্যদিকে ৬ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে ৷ বন্ধ হয়ে যায় যান চলাচল ৷

শুক্রবার সকাল থেকেই জায়গায় জায়গায় প্রতিবাদে পথে নামে সাধারণ মানুষ ৷ দুপুর ৩টে ৩০ নাগাদ শুরু হয় উলুবেড়িয়া স্টেশনে শুরু হয় রেল অবরোধ ৷ অবরোধের জেরে বন্ধ হয়ে যায় হাওড়া-খড়গপুর লাইনে আপ ও ডাউন ট্রেন চলাচল ৷ বিভিন্ন স্টেশনে আটকে পড়েন বহু যাত্রী।

এছাড়াও ১১টি EMU লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন আটকে পড়ে বিভিন্ন স্টেশনে ৷ দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেন, রেল রাজ্য প্রশাসনের কাছে নিরাপত্তা বাড়ানোর আর্জি জানিয়েছে। পূর্ব রেল ও দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে লাইন আটকে বিক্ষোভ চলছে। আটকে রয়েছেন কয়েক হাজার যাত্রী। দূরপাল্লার একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে।

অবরোধের জেরে আটকে পড়ে :
১২৮৪১ হাওড়া- চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস
২২৮৯৭ হাওড়া- দিঘা কাণ্ডারি এক্সপ্রেস
১৮০৩০ শালিমার- LTT কুরলা এক্সপ্রেস
১৮৬৪৬ হায়দরাবাদ-হাওড়া ইস্ট-কোস্ট এক্সপ্রেস
১২২৪৬ যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস
২২৮৬২ শালিমার-আদরা রাজা রানি এক্সপ্রেস
২০৮২৭ জব্বলপুর- সাঁতরাগাছি হামসফর এক্সপ্রেস

অন্যদিকে ৬ নম্বর জাতীয় সড়কের বাগনান, উলুবেড়িয়া, জগদীশপুর, ধূলাশিমলা সহ বেশ কিছু এলাকায় অবরোধ চলছে। নাগরিকত্ব আইন বিরোধী প্ল্যাকার্ড, জাতীয় পতাকা এবং কালো পতাকা নিয়ে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন কয়েক হাজার মানুষ ৷ জাতীয় সড়কে টায়ার জ্বালানো হয় ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল জালিয়ে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*