২১ জুলাই উলুবেড়িয়ায় বিজেপির সভা নিয়ে বুধবার রায় দেবে আদালত

Spread the love

২১ জুলাই উলুবেড়িয়ায় সভা করতে চলেছে বিজেপি। ভিড়ের আশঙ্কায়, নিরাপত্তায় কী ব্যবস্থা গ্রহন করা হয়েছে তা জানতে চাইল আদালত। মঙ্গলবার সেই অনুমতি চেয়েই কলকাতা হাইকোর্টে মামলা করেন বিজেপির আইনজীবী রাজদীপ মজুমদার। বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের এজলাসে আবেদন করেন তিনি। বিচারপতি জানান, ওই দিন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা এমনিতেই পুলিসের কাছে একটা কঠিন চ্যালেঞ্জ। তারপর কোনও র‍্যালির অনুমতি দিলে সমস্যা তৈরি হতে পারে।  রাস্তায় যান চলাচলের সমস্যা হতে পারে। অন্য কোনও তারিখে সভা করলে ভালো হয়। জনগণের নিরাপত্তার ব্যাপারে চিন্তিত আদালত। আগামিকাল এই মামলার রায়দান করবেন বিচারপতি।

আইনজীবী রাজদীপ মজুমদারের বক্তব্য, ভিড় এড়াতে ২১ জুলাই সন্ধে বেলায় র‍্যালি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই র‍্যালিতে কোন কোন বিশেশ অতিথি থাকবেন তার তালিকা অবশ্য বিজেপির আবেদনে নেই।  তাই বিচারপতির নির্দেশ, কতজন লোক আসবে্ন, কারা উপস্থিত থাকবেন সবটা জানাতে হবে আদালতকে।

এদিন এই মামালার পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকারকেও বিস্তারিত জানানোর নির্দেশ দেন বিচারপতি ভট্টাচার্য। আদালতের নির্দেশ,  ২১ জুলাই এর সমাবেশ নিয়ে  রাজ্য সরকার কী ব্যবস্থা গ্রহণ করেছে, কত লোকের জমায়েত হতে চলেছে সভাতে সেই হিসাব আদালতকে দিতে হবে শীঘ্রই।

ইতিমধ্যেই  শহীদ দিবসে শহরের সব রাস্তায় যানজট আটকাতে একাধিক নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিস। নির্দেশিকা অনুযায়ী, বৃহস্পতিবার ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত সব রকম পণ্যবাহী যানবাহন শহরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  একই ভাবে ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত ট্রাম চলাচলও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  বন্ধ থাকবে উত্তর ও মধ্য কলকাতার কলেজ স্ট্রিট, বেন্টিংস্ট্রিট, বিধানসরণি, রবীন্দ্রসরণি, বি বি গাঙ্গুলি স্ট্রিটের মতো একাধিক বড় রাস্তা। ভিক্টোরিয়া হাউসের সামনে আগামী বৃহস্পতিবার, ২১ জুলাই, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে বক্তৃতা দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই কারণে যে কোনও রকমের যানজট এড়াতে প্রস্তুত প্রশাসন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*