নির্বিঘ্নেই শেষ হল রাজ্যের জোড়া উপনির্বাচন। সোমবার কড়া নিরাপত্তার মধ্যেই উলুবেড়িয়া ও নোয়াপাড়া কেন্দ্রে শেষ হয়েছে ভোটপর্ব। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে লড়াই এবার চতুর্মুখী। ভোট বাড়ানোই লক্ষ্য তৃণমূল কংগ্রেসের। ২০১৪ সালে এই আসনে জয়ী হন সুলতান আহমেদ। তাঁর অকালমৃত্যুর পর এবার প্রার্থী তাঁর স্ত্রী সাজদা আহমেদ। এখানে ভোট শেষ হয় নির্বিঘ্নেই। তবে বুথের সামনে অশান্তি সৃষ্টি করার অভিযোগে বিজেপি প্রার্থীর সামনেই গ্রেফতার করা হয় তাঁর ডান হাত মোহন রানাকে।
অন্যদিকে, কোনওরকম অশান্তি ছাড়াই নির্বিঘ্নে শেষ হলো উত্তর চব্বিশ পরগনার নোয়াপাড়ার বিধানসভা উপনির্বাচন। লড়াই এখানেও চতুর্মুখী। নিজেদের আসন ধরে রাখতে এখানে মরিয়া কংগ্রেস। নাছোড় তৃণমূল কংগ্রেসও। তবে সকালের দিকে ইভিএম খারাপ থাকায় কয়েকটি জায়গায় দেরিতে শুরু হয় ভোট । তবে দিনের শেষে ২৭৩-টি বুথেই পুনর্নিবাচনের দাবি জানান বিরোধীরা। এদিন ভোট শেষ হওয়ার পর ব্যারাকপুর প্রশাসনিক ভবনে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি ও কংগ্রেস প্রার্থী । তবে শেয হাসি কারা হাসবে তার জন্য ১ জানুয়ারি অবধি অপেক্ষা করতে হবে।
Be the first to comment