স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দেবে উমর খালিদের উপর হামলাকারী। ফেসবুকের একটি ভিডিওতে এমনটাই জানিয়েছে দুই যুবক। তাদের দাবি, স্বাধীনতা দিবসের আগে দেশবাসীকে বিশেষ উপহার দিতে গুলি চালিয়ে ছিলাম। ৪ মিনিটের ওই ভিডিওতে নিজেদের সর্বেশ শাহপুর ও নবীন দালাল বলে পরিচয় দেন নিজেদের। ভিডিওটিতে জাতীয় পতাকা হাতে নিয়ে তাদের বলতে শোনা যায়, খালিদের ওপর হামলা করে ১৫ আগস্টের উপহার দিতে চেয়েছিলাম।
আরও জানান, পুলিশ যেন তাদের অযথা হেনস্থা না করেন। শুক্রবার তারা নিজেরাই আত্মসমর্পন করবেন। দিল্লি পুলিসের স্পেশ্যাল ব্রাঞ্চের আধিকারিকরা জানান, তদন্তে সত্য প্রমাণিত হলে অবশ্যই তাদের গ্রেফতার করা হবে। প্রসঙ্গত, গত সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবের সামনে উমর খালিদকে লক্ষ্য করে গুলি চালায় এক আততায়ী। যদিও খালিদের গায়ে লাগেনি গুলি। এর পরে গুলি চালাতে চালাতেই ঘটনাস্থল থেকে পালায় ওই দুষ্কৃতি। সেই সময় হাত থেকে ফসকে পড়ে যায় তাঁর বন্দুকটি। স্বাধীনতা দিবসের আগে সংসদ ভবন থেকে ঢিলছোঁড়া দূরত্বে এমন ঘটনায় রাজধানীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে।
Be the first to comment