বয়ে গিয়েছে ভয়ঙ্কর ঝড়। খাস লককাতার উপর দিয়ে ঘন্টায় ১৩০ কিমি বেগে বয়ে গিয়েছে ঝড়। লন্ডভন্ড দক্ষিণবঙ্গ।
ব্যাপক প্রভাব পড়েছে কলকাতা এবং শহরতলিতে। একাধিক জায়গায় উপড়ে পড়েছে গাছ, ল্যাম্পপোস্ট। বিপর্যস্ত কলকাতার সিগল্যানিং ব্যবস্থাও। ভয়ঙ্কর আতঙ্কে সাধারণ মানুষ। এরই মধ্যেই আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে মোবাইল নেটওয়ার্ক। বিস্তীর্ণ অঞ্চলে ফোনের কোনও সংযোগ নেই বলে জানা যাচ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, যে রাজ্যে জল, ইলেকট্রিসিটি সহ সব পরিষেবাই প্রায় ব্যহত হয়েছে। এদিন রাত ৯ টা নাগাদ ঝড় কিছুটা প্রশমিত হলেও মোবাইল নেটওয়ার্ক পরিষেবা এখনও স্বাভাবিক হয়নি।
রাজ্যের বিভিন্ন জায়গায় মোবাইল কানেক্ট করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য আগেই রাজ্য প্রশাসনের তরফ থেকে মোবাইল নেটওয়ার্ক পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির সঙ্গে কথা হয়। কিন্তু, তা সত্বেও কিছু আটকানো সম্ভব হয়নি।
Be the first to comment