উপকূলে আছড়ে পড়ার আগের থেকেই ঝড়ের তাণ্ডব শুরু হয়েছিলো। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় এখন তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় আমফান। কলকাতা পুলিশ সূ্ত্রে খবর, শহরের বেশ কিছু জায়গায় একাধিক গাছ ভেঙে পড়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ইতিমধ্যেই মৃত্যুর খবর পাওয়া গিয়েছে চার জনের। হাওড়ায় মাথায় টিন পড়ে মৃত্যু হয়েছে এক কিশোরীর৷ উত্তর ২৪ পরগনায় গাছ পড়ে মৃত্যু হয়েছে আরও দু’জনের।
কলকাতার গাছ ভেঙে পড়ার পাশাপাশি একাধিক জায়গায় পোস্ট ভেঙে পড়ার খবরও পাওয়া গিয়েছে ৷ হাওড়ায় মৃত কিশোরীর নাম লক্ষ্মী কুমারী সাউ, বয়স ১৩ বছর ৷ পাশাপাশি ৫৬ বছরের এক মহিলার মৃত্যু হয়েছে মিনাখায় ৷ নাম নুরজাহান বেওয়া ৷ আমফানের প্রভাবে ইতিমধ্যেই দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গা থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় ঘরবাড়ি ভেঙে পড়ার পাশাপাশি উড়ে গিয়েছে চাল। কলকাতার একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছ ৷
সব মিলিয়ে একেবারে লণ্ডভণ্ড অবস্থা ৷ সন্ধে ৭টা নাগাদই কলকাতায় আমফানের তাণ্ডব বাড়ার পূর্বাভাস ছিল ৷ এই ঝড়ের ধ্বংসলীলা আগামী কয়েক ঘণ্টায় আরও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা ৷
Be the first to comment