আমফানে বিধ্বস্ত বাংলা, দিনের আলোয় কিছুটা স্পষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ

Spread the love

আমফানের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি রাজ্য জুড়ে৷ গ্রাম থেকে শহর, আমফানের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহর কলকাতা। দিন আলো ফুটতেই পরিষ্কার হবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৷

তবে বিধ্বংসী আমফানে যে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে বাংলায়, সেকথা বুধবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন যে দুই ২৪ পরগণার অবস্থা অত্যন্ত খারাপ ৷ ক্ষতি হয়েছে দুই মেদিনীপুরেরও ৷ একদিকে করোনার সঙ্গে লড়াই, লকডাউনের আর্থিক ক্ষতি, তারই মধ্যে এই সাইক্লোনের ধ্বংশলীলায় রীতিমত নাস্তানাবুদ বাংলা৷ বুধবার দিনভর দাপট দেখিয়েছে আপফান৷ কতটা ক্ষতি হয়েছে রাজ্যজুড়ে, তা বুঝতে প্রায় ২-৩দিন লেগে যাবে ৷

সাইক্লোন আমফানের জেরে খোদ কলকাতার বুকে  মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ খাস কলকাতায় মা -ছেলের মৃত্যু হয়েছে ৷ সাইক্লোনের সময় গাছ উপড়ে তাঁদের মৃত্যু হয়েছে রিজেন্ট পার্ক এলাকায় ৷ এখনও পর্যন্ত আমফানের তাণ্ডবে রাজ্যে মৃত ৭ ৷ হাওড়ায় মাথায় টিনের আঘাতে কিশোরীর মৃত্যু হয়েছে৷ মৃত ১৩ বছরের কিশোরী লক্ষ্মী কুমারী সাউ৷ উত্তর ২৪ পরগনায় গাছ পড়ে ২ জনের মৃত্যু হয়েছে ৷ মিনাখাঁয় গাছ পড়ে মৃত মহিলা নুরজাহান বেওয়া৷  মাটিয়া থানার মোমিনপুরে মৃত মহন্ত দাস ৷ পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে মৃত আরও ১ মহিলা৷ পূর্বস্থলীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত কনিকা দাস ৷ পূর্ব মেদিনীপুরে দেওয়াল চাপা পড়ে মৃত ১ ৷ ভূপতিনগরের মুগবেড়িয়ায় মৃত ছবি শিট৷ সুতাহাটার মহম্মদপুরে ২ ভাইয়ের মৃত্যু হয়েছে ৷

পশ্চিম মেদিনীপুরের সব ব্লকেই ক্ষয়ক্ষতি হয়েছে ৷ পশ্চিম মেদিনীপুরে ৮২৯৯ কাঁচাবাড়ির ক্ষতি ৷ রাত পর্যন্ত প্রায় ৬৫ হাজার মানুষকে উদ্ধার করা গিয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*