শিল্প বনাম গতি। ব্রাজিল মানেই চোখের সামনে ভেসে ওঠে ছন্দময় ফুটবল। দুর্ধর্ষ স্কিল। আর জার্মানির অস্ত্র গতি, শৃঙ্খলা, হার না মানসিকতা এবং অঙ্ক কষে খেলা। আগামীকাল রবিবার যুবভারতীতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিল ও জার্মানি মুখোমুখি হচ্ছে। সাধারণ ক্রীড়াপ্রেমীদের কাছে ব্রাজিলের খেলা অনেক বেশি আকর্ষণীয়। তাই এই হাই ভোল্টেজ ম্যাচে কলকাতার দর্শকদের সমর্থন ব্রাজিলের পক্ষে থাকবে এটাই স্বাভাবিক।
অন্যদিকে আজ, শনিবার গুয়াহাটিতে আফ্রিকার দু’দল ঘানা এবং মালির কাছেই ঘুরে দাঁড়ানোর লড়াই। নব্বইয়ের দশকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দু’বার চ্যাম্পিয়ন হয়েছিল ঘানা। কিন্তু গত দশ বছর মূলপর্বেই উঠতেই পারেনি। আবার চিলে-তে দু’বছর আগে ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ হয়নি মালি-র। আরেকটি ম্যাচে শক্তিশালী ইংল্যান্ড গোয়ার মুখোমুখি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।
Be the first to comment