অনূর্দ্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডকে তাদের ঘরের মাঠেই হারিয়ে অঘটন ঘটাল আফগানিস্তান। এদিন নিউজিল্যান্ডকে ২০২ রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেল তারা। ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩০৯ রান তোলে আফগানিস্তান। আফগানদের হয়ে বড় রান করে দলের দুই ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ(৬৯) ও ইব্রাহিম জাদরান(৬৮)। এছাড়াও রান করেন বাহির শাহ(৬৭)। আজমাতুল্লাহ মাত্র ২৩ বলে ৬৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। ইনিংসে ছিল ৩টি চার ও ৭টি ছক্কা।
জবাবে, মাত্র ১০৭ রানেই শেষ হয়ে যায় কিউয়িরা। অফ-স্পিনার মুজীব (৪ উইকেট) এবং লেগ-স্পিনার কায়েস (৪ উইকেট) নিউজিল্যান্ড ব্যাটিংয়কে শেষ করে দেন।
এদিন আরেকটি কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে তিন উইকেটে হারিয়ে শেষ চারে পৌঁছে যায় পাকিস্তান। অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তান অবশেষে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশের মধ্যে বিজয়ীর সঙ্গে। শেষ চারে ওঠা চতুর্থ দল হল অস্ট্রেলিয়া। যারা ইংল্যান্ডকে হারিয়েছে।
Be the first to comment