
রোজদিন ডেস্ক, কলকাতা:- ফের চলল গুলি..গতকাল ফের সামশেরগঞ্জ থানার ধুলিয়ানে গুলি চলে। এক যুবক গুলিবিদ্ধ হন। নাম সামশের নাদাব । গুরুতর অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন। পরিবারের দাবি, কোমরের কাছে গুলি লাগে তাঁর। কে বা কারা গুলি চালালো এখনও জানা যায়নি। এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের আইসিইউতে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, তাঁর প্রচুর রক্তপাত হচ্ছে।
এখনও থমথমে সুতি, সামশেরগঞ্জের একাধিক এলাকায় লাগাতার টহল দিচ্ছে পুলিশ ও বিএসএফ। একাধিক বাড়ির ছাদে জমে থাকা পাথর পরিষ্কার করছেন বিএসএফ জওয়ানরা। এখনও রাস্তার মাঝখানে ভাঙা গাড়ি পড়ে রয়েছে। পর পর দোকানে ভাঙচুরের চিহ্ন দেখা যাচ্ছে। একাধিক হোটেল ভেঙে জ্বালিয়ে দেওয়া হয়েছে। সুতি, সামশেরগঞ্জে এখনও সব দোকান বাজার বন্ধ রয়েছে। আরএসএসের কর্মীরা এলাকায় ঢুকে হামলা চালিয়েছে বলেও দাবি করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। ভয়ঙ্কর হিংসার ঘটনা দেখে প্রাণভয় এখনও কাঁটা হয়ে রয়েছেন মহিলারা। এই পরিস্থিতিতে কীভাবে প্রাণ বাঁচবেন, সেই প্রশ্ন করছেন তাঁরা। শান্তি চাইছেন স্থানীয় বাসিন্দারা। মানুষের ভয় কাটাতে তাঁদের সঙ্গে কথা বলছেন পুলিশ কর্মীরা।
Be the first to comment