আজ যুবভারতীতে ম্যাচ শেষে সাম্বার ছন্দ। জার্মানির লড়াই আজ ফিকে হয়ে গেলো। তারা শুরুতে গোল দিয়েছিল, কিন্তু এগিয়ে গিয়েও হারতে হল ১-২ গোলে। প্রথম ২০ মিনিটে এগিয়ে গিয়ে ম্যাচে জাঁকিয়ে বসে জার্মানরা। প্রথম অর্ধে অনেক সু্যোগ পেয়ে গোল সংখ্যা বাড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের দখলে নিয়ে নেয় ব্রাজিল। দ্বিতীয়ার্ধের যুবভারতী দেখল অন্য এক ব্রাজিলকে। যেখানে হারিয়ে গেল জার্মানি। ৬০ মিনিটে ব্রাজিলকে দুরন্ত গোলে সমতায় ফেরাল দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নামা লেফটব্যাক ওয়েভার্স। ৭৬ মিনিটের মাথায় প্রায় ২৫ গজ দুর থেকে চলন্ত বলে যে শটটি নিল পলিনহোসেই, জার্মান গোলকিপার ঝাপালেও তার শেষ রক্ষা করতে পারেনি। এখানেই শেষ ব্রাজিল-জার্মানি কোয়ার্টার পাইনাল ম্যাচ। সেমিফাইনালে গুয়াহাটিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে পলিনহোরা।
কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অন্য আর একটি ম্যাচে স্পেন ইরানকে ৩-১ গোলে হারিয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেলো। সেমিফাইনালে আফ্রিকার মালির মুখোমুখি হবে।
Be the first to comment