UNLOCK ৩ঃ নতুন গাইডলাইনে কী কী খোলার সম্ভাবনা নেই

Spread the love

করোনা সংক্রমণ ক্রমশ বেড়ে চলেছে ভারতে। এমনকি কোথাও কোথাও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে, এমন সন্দেহও তৈরি হয়েছে। এই অবস্থায় সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে উৎসুক মানুষ। আনলক ৩ নাকি ফের লকডাউন?

সূত্রের খবর নতুন গাইডলাইন তৈরির কাজ করছে কেন্দ্র। আর সেখানে কী কী খোলা হবে না, তার একটা তালিকা মোটামুটিভাবে সামনে আসছে।

স্কুল, কলেজ কিংবা ইউনিভার্সিটি খোলার কোনও সম্ভাবনাই নেই। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকও জানিয়ে দিয়েছে, অভিভাবকরা চাইছেন না এখনই স্কুল খুলুক। তাই স্কুল খোলার সম্ভাবনাও নেই।

সিনেমা হল এখনই খোলার সম্ভাবনা নেই। তবে ক্রমশ নিয়ম ও বিধি মেনে হল খোলা যেতে পারে বলে জানানো হয়েছে।

জিম, সুইমিং পুল, রাজনৈতিক জমায়েত বন্ধ থাকবে।

সাধারণ গণপরিবহণ যেভাবে চলছে, সেভাবেই চলবে। তবে সব নিয়ম ও বিধি মেনে চলতে হবে।

বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি থাকবে।

হিসেব বলছে, শেষ ২৪ ঘন্টায় আবারও করোনা আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৬৬১ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৭০৫ জনের।

নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ লক্ষ ৮৫ হাজার ৫২২। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৪ লক্ষ ৬৭ হাজার ৮৮২ টি। মোট মৃতের সংখ্যা ৩২ হাজার ৬৩।

অন্যদিকে করোনার প্রাথমিক লক্ষ্ণণ হিসেবে জ্বরকে ধরা হলেও, অনেক ক্ষেত্রেই সেই সমীকরণ মেলেনি বলে জানাচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ।

সমীক্ষা বলছে, ১৪৪ জন রোগীর ওপর পরীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, মাত্র ১৭ শতাংশের মধ্যে জ্বর করোনার লক্ষ্মণ হিসেবে উপস্থিত ছিল।

সমীক্ষার দাবি এই কারণেই জ্বরের ওপর খুব বেশি গুরুত্ব আরোপ করার দরকার নেই। কারণ জ্বরের দিকে নজর দিয়ে করোনা চিকিৎসা করলে, অনেক গুরুত্বপূর্ণ রোগের চিকিৎসার অবহেলা হতে পারে। তাই কোনও রোগির জ্বর কেন হয়েছে, তা খুঁজে বের করা দরকার। সেই অনুযায়ী চিকিৎসা চলবে।

এদিকে, সম্প্রতি একটি রিপোর্টে জানা যাচ্ছে যে, ভাইরাস শরীর থেকে বিদায় নিলেও অনেক সমস্যা রেখে দিয়ে যাচ্ছে। চিকিৎসকেরা জানাচ্ছেন, অনেকেই সেরে ওঠার পর বিভিন্ন সমস্যা নিয়ে ডাক্তারের কাছে ছুটছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*