আনলক ৫.০: কোন ক্ষেত্রে মিলবে ছাড়, দেখুন

Spread the love

পয়লা অক্টোবর থেকে শুরু হচ্ছে আনলক ৫.০। নির্দিষ্ট ভাবে আনলক ৫য়ের জন্য কোনও গাইডলাইন এখনও প্রকাশ করেনি কেন্দ্র। তবে মনে করা হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে এবার ছাড় মিলতে পারে। আনলক ৪ শেষ হচ্ছে ৩০শে সেপ্টেম্বর। সেই পরিপ্রেক্ষিতে জেনে নেওয়া দরকার কোন কোন ক্ষেত্রে ছাড় মিলতে পারে।

সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কয়েকটি নির্দেশ দিয়েছেন বলে খবর। এর মধ্যে মাইক্রো কনটেনমেন্ট জোনের ভাবনা রয়েছে। করোনা বিধ্বস্ত ওই সাত রাজ্যের মুখ্যমন্ত্রীকে মোদী জানান সপ্তাহে একদিন দুদিন করে লকডাউন বা কার্ফু রেখে কোনও লাভ নেই। তাই সেই পথে হাঁটার প্রয়োজন নেই।

অক্টোবর মাসে সারা দেশ উৎসবে মাতবে। ফলে বিশেষ ব্যবস্থা নেওয়া জরুরি বলেই মনে করছে কেন্দ্র। খুব তাড়াতাড়ি একগুচ্ছ গাইড লাইন প্রকাশিত হবে কেন্দ্রের তরফে। উল্লেখ্য কোনও রাজ্যই কেন্দ্রকে না জানিয়ে বা অনুমতি না নিয়ে লকডাউন ঘোষণা করতে পারবে না জানানো হয়েছিল।

অর্থনীতির চাকা চালু

ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রক রেস্তোরা, জিম, বা স্যাঁলোগুলি খুলে দেওয়া নির্দেশ দিয়েছে। তারই সঙ্গে জারি করা হয়েছে সতর্কতা। মনে করা হচ্ছে অক্টোবর মাস থেকে আরও কিছু নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী মোদী জানিয়েছিলেন লকডাউন জারি করে অর্থনৈতিক লেনদেনে কোনও বাধা যাতে সৃষ্টি না হয়, তা দেখতে হবে।

সিনেমা হল

পয়লা অক্টোবর থেকে খুলে যেতে পারে দেশের সবকটি সিনেমা হল। সেদিকে নজর রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে ছিলেন ১ অক্টোবর থেকে রাজ্যের সমস্ত সিনেমা হল-সহ সমস্ত বিনোদন মঞ্চ খুলে দেওয়া হবে। সেখানে মাস্ক পরা ও সামাজিক দূরত্ববিধি মেনে চলা বাধ্যতামূলক হবে বলে মুখ্যমন্ত্রী জানান।

মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ১ অক্টোবর থেকে যাত্রাপালা, ওপেন এয়ার থিয়েটার, সিনেমা, সঙ্গীত অনুষ্ঠান, নৃত্য অনুষ্ঠান, কবিতা পাঠ, এবং ম্যাজিক শো-র মতো অনুষ্ঠান ৫০ জন অংশগ্রহণকারী নিয়ে অনুষ্ঠিত করা যাবে।

ট্যুরিজম

করোনা আবহে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ ট্যুরিজম সেক্টর। এবার অক্টোবর থেকে সেই সেক্টর ঘুরে দাঁড়াতে পারে। অক্টোবর থেকেই বিভিন্ন ভ্রমণ স্থান নিজেদের দরজা খুলে দিচ্ছে ভ্রমণার্থীদের জন্য। দিন কয়েক আগেই উত্তরাখন্ড নেগেটিভ রিপোর্ট সহ পর্যটকদের রাজ্যে বেড়াতে আসার অনুমতি দেয়।

শিক্ষা ও পঠন পাঠন

২১শে সেপ্টেম্বর থেকে কিছু রাজ্যে চালু হয়েছে স্কুল। ইউজিসি জানিয়ে দিয়েছে, অক্টোবরেই শেষ করতে হবে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া। এজন্য প্রয়োজনীয় এন্ট্রান্স বা মেধা তালিকা প্রকাশের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বিশেষ কিছু নির্দেশিকা দিয়েছে ইউজিসি। জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়গুলি ক্লাস শুরু করবে ১৮ই নভেম্বর থেকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*