উন্নাওয়ের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বিধানসভার সামনে ধরনায় উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ৷ অন্যদিকে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধি আজ উন্নাওয়ে পৌঁছান ৷ সমাজবাদী পার্টির নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এদিন উন্নাওয়ের ঘটনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ৷ তিনি উন্নাও ধর্ষণ ও হত্যাকাণ্ডে অভিযুক্তদের দ্রুত শাস্তি দেওয়ার পক্ষে সওয়াল করেছেন ৷
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উন্নাও মামলার শুনানি ফাস্ট-ট্র্যাক কোর্টে করার কথা ঘোষণা করেছেন ৷ আদিত্যনাথ এদিন বলেন, ‘‘ এই মামলার শুনানি ফাস্ট-ট্র্যাক কোর্টে করা হবে এবং দোষীদের দ্রুত ও কঠিনতম শাস্তি দেওয়া হবে ৷’’
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা ভঢড়া গান্ধি নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে উন্নাও পৌঁছন ৷ তিনি উত্তরপ্রদেশ সরকারের অক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন ৷ টুইট করে লেখেন , ‘গণধর্ষণের পরও তাঁকে কেন সুরক্ষা দিল না উত্তরপ্রদেশ সরকার ? যে পুলিশ আধিকারিকরা FIR নিতে অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হবে? উত্তরপ্রদেশে প্রতিদিন মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে সরকার কেন কোনও পদক্ষেপ করে না?’
উন্নাও ঘটনায় টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লেখেন, ‘দুর্ভাগ্যজনক, নিষ্ঠুরতার কোনও সীমা নেই’ ৷ টুইট করেছেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীও ৷ তিনি লেখেন, ‘যুবতির মৃত্যু খুবই দুর্ভাগ্যজনক ৷ আমরা নির্যাতিতার পরিবারের পাশে আছি ৷ কেন্দ্রীয় সরকারের উচিত কঠোর আইন করে দোষীদের দ্রুত ও কঠিনতম শাস্তি হিসাবে ফাঁসির ব্যবস্থা করা’ ৷
প্রসঙ্গত, হায়দরাবাদে এনকাউন্টারে চার অভিযুক্তের মৃত্যু গতকাল থেকে সাড়া ফেলেছে দেশে ৷ নিহত পশু চিকিৎসকের বাবা বলেছিলেন, “তাঁর মেয়ের আত্মা শান্তি পেল ৷” নির্ভয়ার মা বলেন, “অন্তত একটি মেয়ে তো সুবিচার পেল ৷” উন্নাওয়ের নির্যাতিতার মৃত্যু রাষ্ট্রে নৃশংসতার আর এক উদাহরণ তৈরি করেছে ৷ নারীসুরক্ষা নিয়ে ও বেঁচে থাকার অধিকার নিয়ে আরও একবার প্রশ্নের মুখোমুখি রাষ্ট্রব্যবস্থা ৷
Be the first to comment