উন্নাও গণধর্ষণ কান্ডের মূল অভিযুক্ত বিজেপির কুলদীপ সিংকে গ্রেফতার করলো সিবিআই। শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ গ্রেফতার করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, সেঙ্গারকে ইন্দিরা নগরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে সিবিআইয়ের লখনউ অফিসে আছেন তিনি। সবাদমাধ্যমকে বলেন তিনি দোষী নন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে তাঁকে।
এদিকে বুধবার স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করে এলাহাবাদ হাইকোর্ট। বৃহস্পতিবার ছিলো মামলার শুনানি। প্রসঙ্গত, অভিযোগকারিণীর মায়ের নালিশের ভিত্তিতে উন্নাওয়ের মাখী থানায় সেঙ্গারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তাঁর কঠোর শাস্তি দাবি করেছেন অভিযোগকারিণী।
আর এতদিন চুপ থাকার পর অবশেষে মুখ খুললেন উন্নাও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, দোষীরা রেহাই পাবে না। ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন, এ ধরনের অপরাধ কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
যোগী বলেছেন, মামলার কথা জানার পরই সরকার অবিলম্বে ব্যবস্থা নিয়ে সিট গঠন করেছে। আমরা বিষয়টি সিবিআইয়ের কাছে পাঠিয়েছি। তারা অবশ্যই অভিযুক্ত বিধায়ককে গ্রেফতার করেছে। এ ধরনের অপরাধের প্রতি সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যেই ব্যক্তি অপরাধ করে থাকুক, সে রেহাই পাবে না।
Be the first to comment