উন্নাও ধর্ষণকান্ডে নির্যাতিতাকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট

Spread the love

উন্নাও ধর্ষণকাণ্ডে নির্যাতিতাকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। উত্তরপ্রদেশ সরকারকে এই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিলো প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন বেঞ্চ । পাশাপাশি শীর্ষ আদালতের নির্দেশ, নির্যাতিতা সহ তার পরিবার ও আইনজীবীকে CRPF-এর নিরাপত্তা দিতে করতে হবে। পাশাপাশি দুর্ঘটনার তদন্ত ৭ দিন ও ধর্ষণ কাণ্ডের তদন্ত ৪৫ দিনের মধ্যে শেষ করার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়া বৃহস্পতিবার উন্নাও গণধর্ষণকাণ্ডের সঙ্গে যুক্ত চারটি মামলাই উত্তরপ্রদেশ থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত।

আজ সর্বোচ্চ আদালত ধর্ষণকাণ্ডের তদন্তের দায়িত্বে থাকা সিবিআই আধিকারিকদের বেলা ১২টার মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল। তদন্তের অগ্রগতির বিষয়ে জানতেই আদালত তাঁদের ডেকে পাঠায়। তাছাড়া আদালতে উন্নাওকাণ্ডের নির্যাতিতার গাড়ি দুর্ঘটনার তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন করা হয় আধিকারিকদের। এরপরই দুর্ঘটনার তদন্ত সাতদিনের মধ্যে শেষ করার নির্দেশ দেয় শীর্ষ আদালত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*