উন্নাও গণধর্ষণ কান্ডে এবার তদন্তভার হাতে নিলো সিবিআই, সাসপেন্ড ২ চিকিৎসক

Spread the love

উন্নাও গণধর্ষণকাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিলো উত্তর প্রদেশ সরকার। এর আগে এই ধর্ষণ মামলায় প্রধান অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল যোগী আদিত্যনাথের সরকার। সিটের দাখিল করা তথ্য প্রমাণের ভিত্তিতেই এই এফআইআর করা হয়েছিল। এরপর বৃহস্পতিবার তদন্তভারও তুলে দেওয়া হলো সিবিআইয়ের হাতে।

অন্যদিকে অভিযোগকারীণীর বাবার দায়িত্বে থাকা দুই চিকিৎসক ডিকে দ্বিবেদী ও প্রশান্ত উপাধ্যায়কে বরখাস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার পুলিস লক আপে ওই দুই চিকিৎসকের অধীনে থাকার সময় রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল নির্যাতিতার বাবার। বুধবার একটি নির্দেশে এলাহাবাদ হাইকোর্ট জানিয়ে দেয় নির্যাতিতার বাবার শেষকৃত্য করা যাবে না। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অন্য ৩ চিকিৎসকের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। জানা গিয়েছে, সফিপুরের সার্কল অফিসার কুঁয়ার বাহাদুর সিংকেও সাসপেন্ড করা হয়েছে। এদিকে, ধর্ষণের অভিযোগ আনা কিশোরীর পরিবারকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

উল্লেখ্য, গত বছর জুন মাসে কুলদীপ সিংহ সেঙ্গার দলবল নিয়ে ১৬ বছরের ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ। বারবার পুলিশে জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি তারা। চলতি মাসের ৮ তারিখ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের সামনে অভিযোগকারিণী সপরিবারে আত্মহত্যার চেষ্টা করায় বিষয়টি জানাজানি হয়।

অন্যদিকে, বিজেপি বিধায়কের স্ত্রীর দাবি, তাঁর স্বামী নির্দোষ। প্রমাণ ছাড়াই তাঁর স্বামীকে ধর্ষকের তকমা দেওয়া হয়েছে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*