ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে

Spread the love

ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে। এক দশকে এই প্রথমবার। জানাচ্ছে রাষ্ট্রসংঘের রিপোর্ট। রিপোর্ট বলছে, ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়েছে ৩ কোটি ৮০ লক্ষ। ২০১৫ সালে এই সংখ্যা ছিল ৭৭ কোটি ৭০ লাখ। ২০১৬ সালে তা হয়েছে ৮১ কোট ৫০ লাখ। তারা বলছে, দেশে দেশে, দেশের ভিতরে সংঘাতের ফলেই ১৮টি দেশে দেখা দিচ্ছে খাদ্যের নিরাপত্তাহীনতা। অনেকদিন কমে যাওয়ার পর আবার খিদে বাড়ছে। সংঘাত, খরা আর প্রাকৃতিক বিপর্যয়ে বদলে গিয়েছে ছবিটা।

২০১৭ সালে সংঘাতের জেরে ৬ কোটি ৮৫ লাখ মানুষকে ভিটেছাড়া হতে হয়েছে। বিপর্যয়ের দরুণ আর্থিক ক্ষতি হয়েছে ৩০০ বিলিয়ন ডলারের। ২০১৭ সালে উত্তর ও দক্ষিণ আমেরিকায় পরপর তিনটি সামুদ্রিক ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, বিশ্বের প্রতি দশজনের নয়জনই দূষিত বাতাসে বেঁচে আছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*