আর অস্বাভাবিক পরিমাণে বৃষ্টি না হলে রাতের মধ্যেই নেমে যাবে জমা জল; আশ্বাস মেয়রের

Spread the love

প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। আজ সকালে কলকাতার বিভিন্ন এলাকা পরিদর্শন করার পর
কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম বলেন, মুম্বইয়ের তুলনায় কলকাতার ড্রেনেজ ব্যবস্থা ভালো। সেই সঙ্গে শহরবাসীকে আশ্বাস দিয়ে বলেছেন, সেভাবে আর বৃষ্টি না হলে শনিবার রাতের মধ্যেই নামবে জমা জল।

পাশাপাশি তিনি এও বলেছেন যে নিচু এলাকা বিশেষ করে বেহালা, খিদিরপুর চত্বরে আরও পামিং স্টেশন প্রয়োজন। আগামীদিনে সেগুলো বসানোর ব্যবস্থা করা হবে। পাম্পিং স্টেশনগুলি ও ধাপা, মোমিনপুর সহ বিভিন্ন জায়গায় এদিন ফিরদাহ হাকিম বলেন, “তুমুল বৃষ্টিতে জল জমে মানুষের যা ভোগান্তি হয়েছে সে জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। তবে সব তো আমাদের হাতে থাকে না। কিন্তু এখানকার ড্রেনেজ ব্যবস্থা মুম্বইয়ের তুলনায় ভালো। আর সাংঘাতিক বৃষ্টি না হলে রাতের মধ্যেই আশা করা হচ্ছে জল নেমে যাবে।” ২৪ ঘণ্টা নবান্নর বিপর্যয় মোকাবিলাকারী বিভাগের কন্ট্রোল রুম থেকে চলছে নজরদারি।

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত ক্রমশ সক্রিয় হয়ে ওঠাতেই এই বৃষ্টি হচ্ছে। এ ছাড়াও রাজ্যে উপর সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। তাই রবিবার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*