বিষমদ খেয়ে মৃত ১১, স্বাভাবিক নিয়মেই মৃত্যুু বলে দাবি জেলা শাসকের

Spread the love

বিষ মদ খেয়ে প্রাণ গিয়েছে ১১ জনের। তবুও রাজ্য প্রশাসনের দাবি অধিকাংশের মৃত্যু হয়েছে স্বাভাবিক নিয়মেই। এই মৃত্যুর সঙ্গে বিষ মদের কোনও যোগাযোগ নেই। ঘটনাটি ঘটেছে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশের বারাবাঁকি জেলায়। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল অবধি মৃত্যু হয়েছে ১১ জনের। বারাবাঁকির জেলা শাসক অখিলেশ তিওয়ারি জানিয়েছেন, দেবা এলাকায় কয়েকজন মুরগীর মাংস এবং মদ সহযোগে রাতের আহার করেছিল। তাদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। তদন্তের জন্য মদের বোতলগুলি বাজেয়াপ্ত করলেও তিন জনের মৃত্যু স্বাভাবিক নিয়মে হয়েছে বলে দাবি করেছেন জেলা শাসক অখিলেশ তিওয়ারি। তাঁর দাবি, প্রবল শীত এবং হৃদরোগে আক্রান্ত হয়ে ওই তিন জনের প্রাণ গিয়েছে।

উল্লেখ্য, সরকারি তথ্য অনুসারে বুধবার অনেক মানুষ বিষ মদ খেয়ে অসুস্থ বোধ করায় জেলার সদর হাসপাতালে ভর্তি হয়েছিল। যাদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। এখনও অসুস্থ অনেকের চিকিৎসা চলছে। অনেক রোগীকে আবার রাজধানী লখনউয়ের লোহিয়া হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এদিকে, বৃহস্পতিবার রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন যোগী আদিত্যনাথ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*